- প্রচ্ছদ রচনা
- মার্চ ৩১, ২০২২
ইমরানকে হত্যার চেষ্টা, পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল
আবার সেনাশাসনের দিকেই এগিয়ে চলেছে ইসলামিক দেশটিতে।

বাইশ গজের লড়াইয়ে তিনি যেমন খেলতেন ঠিক তেমনই রাজনৈতিক ময়দানেও শেষ বল পর্যন্তে খেলা চালিয়ে নিয়ে যেতে চান ইমরান। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবেন, সামান্যতম সুযোগ হাতছাড়া করবেন না তিনি বললেন, পিটিআই নীলম ইরশাদ শেখ । বুধবারই খবর পাওয়া যায় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাদ করতে পারেন ইমরান, তবে তার আগে তিনি এক বার দেশের সাধারণ মানুষের উদ্দেশে ভাষণ দেবেন।সেই ভাষণের প্রাক্কালে পিটিআই মুখপাত্র বললেন, ইমরান খান পদত্যাগ করছেন না। তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। শেষ বল পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন। শোনা যাচ্ছে, পাকিস্তানের সেনা প্রধান ওমর বাওজা ও পাকিস্তানের গোয়েন্দা প্রধান লেফ্টেন্যান্ট জেনারেল নদিম আনজুম ইতিমধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে পৌঁছে গিয়েছেন।
পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল। আবার সেনাশাসনের দিকেই এগিয়ে চলেছে ইসলামিক দেশটিতে। এহেন পরিস্থিতিতে পাক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই খবরে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন বিপন্ন। তাঁকে হত্যার চেষ্টা করা হচ্ছে।
পাক সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ সূত্রে খবর, পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফের বর্ষীয়ান নেতা ফয়জল ভাওদার দাবি করেছেন, ইমরান খানকে পরিকল্পনা মাফিক খুন করার চেষ্টা চলছে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে ইসলামাবাদের নীতিনির্ধারকদের মধ্যে। অনেকেই মনে করছেন পাকিস্তানে আবার সেনাবাহিনীর শাসন শুরু হতে চলেছে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর ছিল, আজই জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করতে পারেন পাক প্রধানমন্ত্রী। কারণ কোনওভাবেই নিজের কুর্সি ছাড়তে রাজি নন তিনি। ফলে এই চরম পদক্ষেপ ছাড়া তাঁর হাতে আর অন্য উপায় নেই।পাকিস্তান সংসদে ইতিমধ্যেই সংখ্যালঘু হয়ে গিয়েছে ইমরান সরকার। অন্যতম জোটসঙ্গী এমকিউএম-পি বা মুত্তাহিদা কউমি মুভমেন্ট পাকিস্তানের পর বুধবার ইমরান সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বালোচিস্তান আওয়াম পার্টিও। কিন্তু তাতেও ইস্তফা দিতে নারাজ ইমরান খান। উলটে তিনি যেনতেন প্রকারে ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় আছেন। পাক সংবাদমাধ্যমে গুঞ্জন, ঘুরপথে ক্ষমতায় টিকে থাকতে জরুরি অবস্থাও জারি করতে পারেন পাক প্রধানমন্ত্রী। বুধবার বিকালেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল ইমরান খানের। মনে করা হচ্ছিল ওই ভাষণেই ইস্তফার কথা ঘোষণা করতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই ভাষণ বাতিল করেছেন ইমরান।
উল্লেখ্য, বুধবার পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। আইএসআইয়ের (ISI) ডিজি নাদিম অঞ্জুমও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। জল্পনা ছিল, সেনাপ্রধান এবং আইএসআই প্রধানের সঙ্গে আলোচনার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ইস্তফার কথা ঘোষণা করবেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু সেটা তিনি করলেন না।
পাকিস্তানের শাসক দল ইমরান খানের সরকার মোটেই শান্তিতে নেই। কারণ, একের পর এক সাংসদ সেই দল ছেড়ে দিয়েছেন। তবুও বুধবার পর্যন্ত তাও আস্থা ভোটে একটা লড়াইয়ের সম্ভাবনা ছিল, কিন্তু বৃহস্পতিবার সেই সম্ভাবনা একেবারেই চলে গিয়েছে, আরও একজন সাংসদ চলে যাওযার ফলে।
শোনা যাচ্ছে, শুক্রবার নাকি পদত্যাগ করতে পারেন ইমরান খান। তার আগে একটি ভাষণও দেওয়ার কথা রযেছে তাঁর। তার পরেই একটি বিস্ফোরক চিঠি প্রকাশ করতে পারেন ইমরান খান। সেখানে তিনি উল্লেখ করতে পারেন যে কোন বৈদেশিক পরিকল্পনার অংশ হিসাবে পাকিস্তান সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
❤ Support Us