- প্রচ্ছদ রচনা
- মার্চ ৯, ২০২২
যুদ্ধ কি এবার সত্যিই থামার মুখে? নেটোয় যেতে আর জোর দিতে চাই না বলেছেন জেলেনস্কি। তাঁর এই মন্তব্যে আশার আলো দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা ।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলেন 'বাংলার সমৃদ্ধির' ২৮ জন বাংলাদেশি নাবিক ।
দেখতে দেখতে ২ সপ্তাহ পেরিয়ে গেল রুশ-ইউক্রেন যুদ্ধের। ইতিমধ্যে তৃতীয় দফার বৈঠকও সেরে ফেলেছেন দুই দেশের বিশিষ্টরা । তবুও মন গলছে না মস্কোর প্রেসিডেন্টের । পুতিনের দাবি ইউক্রেনকে তাঁর দেওয়া শর্ত মানতে হবে । অন্যদিকে ভলোদিমির জেলেন্সকিও রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে বারবার ইউরোপের দেশ গুলোর সাহায্য চাইছেন । কিন্তু অবশেষে তিনি বুঝে গিয়েছেন, নেটো রাশিয়াকে চটাবে না । তাই নেটোয় যোগ দেওয়ার ব্যাপারে তিনিও কোনও জোরাজুরি করবেন না। তিনি এমন দেশের প্রেসিডেন্ট হতে চান না, যারা হাঁটু গেড়ে ভিক্ষে চায় । টিভি সাক্ষাৎকারে এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ।
শুধু তা-ই নয়, রাশিয়াপন্থী দু’টি এলাকার (ডনেৎস্ক ও লুহানস্ক) বর্তমান অবস্থা নিয়েও তিনি খোলা মনে সমঝোতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন । ইউক্রেনের নেটোয় যোগদানের সম্ভাবনায় উদ্বিগ্ন ভ্লাদিমির পুতিন সে দেশ আক্রমণের আগে ডনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছিলেন । জ়েলেনস্কির এ দিনের মন্তব্য যদি রাশিয়াকে প্রচ্ছন্ন বার্তা হয়, সে ক্ষেত্রে যুদ্ধ থামানোর ক্ষেত্রে তা সহায়ক হলেও হতে পারে বলে কেউ কেউ মনে করছেন ।
যুদ্ধের সময়ে অন্তত ২০টি দেশ নেপথ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর। কিন্তু নেটো এখনও প্রকাশ্যে ময়দানে না নামায় অথবা ইউক্রেনের আকাশসীমায় উড়ান নিষিদ্ধ না করায় জ়েলেনস্কি তা নিয়ে বার বারই ক্ষোভ প্রকাশ করছেন । এ দিনও ভিডিয়ো-বার্তায় তিনি বলেছেন, ‘তেরো দিন ধরে শুধু প্রতিশ্রুতির কথা শুনেই আসছি। আকাশপথে নাকি আমাদের সাহায্য করা হবে । আমাদের জন্য বিমান পাঠানো হবে । এ বিষয়ে এখনও যারা সিদ্ধান্ত নিতে পারল না, রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের আকাশকে সুরক্ষিত রাখতে পারল না, দায়িত্ব কিন্তু তাদের উপরেই বর্তাবে। পরে এবিসি নিউজ়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা বুঝে গিয়েছি, নেটো ইউক্রেনকে মেনে নিতে প্রস্তুত নয় । বিতর্কের ভয় পায় এই জোট । রাশিয়ার সঙ্গে সংঘাতে যেতেও তারা চায় না ।’
তবে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তিনি যে দেশ ছাড়েননি, তা বোঝাতে নয়া ভিডিয়ো-বার্তায় নিজের বর্তমান ঠিকানাও জানিয়ে দিয়েছেন জ়েলেনস্কি। বলেছেন, ‘আমি কিভের বাঙ্কোভা স্ট্রিটে আছি। আমি লুকিয়ে নেই। কাউকে ভয় পাচ্ছি না। দেশপ্রেমের এই যুদ্ধ জিততে যা যা করার, আমি করব।’এর মধ্যে ভিনদেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে ফেলতে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো । বুধবারও তার ব্যতিক্রম হল না। রাশিয়া চেরনিহিভ, সুমি, খারকভ, মারিওপোল এবং জাপরজিয়া- এই পাঁচ শহরে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে ।
ইতিমধ্যেই ইউক্রেনে আটকে পরা ভারতীয় পড়ুয়াসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদেরও উদ্ধার করা হচ্ছে । রোমানিয়া থেকে বাংলাদেশে ফিরে এসেছেন ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ জন নাবিকও ।বুধবার বেলা সোয়া বারোটা নাগাদ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে ফিরে আসেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল।রবিউল বলছেন, ইউক্রেন থেকে রোমানিয়ায় যাওয়ার পর সেখানে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে হোটেলে থাকর সুযোগ হয়। সেখান থেকে আমরা সবাই নিরাপদে বাংলাদেশে চলে আসতে পেরেছি।
❤ Support Us