Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২, ২০২৪

খালের ধারে পাওয়া গেল অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলকের দেহ

আরম্ভ ওয়েব ডেস্ক
খালের ধারে পাওয়া গেল অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলকের দেহ

খালের ধারে পাওয়া গেল অর্জুন পুরস্কারপ্রাপ্ত এক ভারোত্তোলকের দেহ। এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাঞ্জাব পুলিশে। মৃত ওই ভারোত্তোলক পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে কর্মরত ছিলেন। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দলবীর সিং দেওল নামে ওই ভারোত্তোলকের মৃতদেহ পাঞ্জাবের বস্তি বাওয়া খেল নামে খালের পাশে পাওয়া গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রবিবার রাতে বাড়ি থেকে বার হন পাঞ্জাব পুলিসের ডেপুটি পুলিশ সুপার দলবীর সিং দেওল। কিন্তু আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পুলিশকে জানায়। এরপর সোমবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে থাকে পুলিশ। শেষ পর্যন্ত জলন্ধরের বস্তি বাওয়া খেল নামে খালের পাশে। রবিবার রাতে দলবীরের এক সহকর্মী তাঁকে স্থানীয় এক বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিলেন। সেখান থেকে দলবীর কীভাবে খালের পাশে এলেন, তা নিয়েও তদন্ত চলছে। দলবীরকে খুন করে কেউ খালের ধারে দেহ ফেলে দিয়েছে কিনা নিশ্চিত নয়। এক পথচারী দলবীরের দেশ খালের ধারে পড়ে থাকতে দেখেন। তিনিই পুলিশকে খবর দেন। দলবীরের সরকারি রিভলবারটি এখনও পাওয়া যায়নি।
একসময় ভারোত্তোলকে দারুণ সুমাম করেছিলেন দলবীর সিং। জাতীয় প্রতিযোগিতায় এবং আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতেছেন। ২০০০ সালে তিনি অর্জুন পুরস্কার পান। ভারোত্তোলকে বিশেষ অবদানের জন্য তিনি পাঞ্জাব পুলিশে চাকরিও পান। সর্বদা হাসিখুশি এই ডিএসি–র মৃত্যুতে পাঞ্জাব পুলিশ ও ক্রীড়ামহলে শোকের ছাড়া নেমে এসেছে।
পাঞ্জাব পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘‌গত বছর ১৬ ডিসেম্বর ওই এলাকায় গুলি চালিয়েছিলেন দলবীর। কিছু মানুষের সঙ্গে ঝগড়া হয়েছিল। তার পরেই গুলি চালিয়েছিলেন তিনি। দলবীরের মৃত্যুর পিছনে সেই ঘটনা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিনা, তাও তদন্ত করে দেখবে পুলিশ।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!