Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৪, ২০২২

রক্তক্ষয়ী রুশ আগ্রাসন না মানতে পেরে পদত্যাগ করলেন পুতিনের উপদেষ্টা ।

মস্কোর অলি-গলিতে গড়ে উঠছে যুদ্ধবিরোধী মতামত।

আরম্ভ ওয়েব ডেস্ক
রক্তক্ষয়ী রুশ আগ্রাসন না মানতে পেরে পদত্যাগ করলেন পুতিনের উপদেষ্টা ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনাতোলি চুবাইসের সাথে বৈঠকের সময়। (এএফপি ফাইল ছবি)

ইউক্রেনের উপর রুশসেনার রক্তক্ষয়ী আগ্রাসন মেনে নিতে না পেরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা অ্যান্তোনি চুবেইস স্বেচ্ছায় পদত্যাগ করলেন। সম্ভবত রাশিয়াও ছাড়ছেন তিনি। পরিবেশের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক একাধিক সংগঠনের সঙ্গে ক্রেমলিনে যোগাযোগের দায়িত্ব ছিল অ্যান্তোনি চুবেইস। যদিও রাশিয়ার বৈদেশিক নীতি নিয়ে কথা বলার কোনও অধিকার ছিল না তাঁর। জানা গেছে, ইউক্রনে আক্রমণের ঘোর বিরোধী ছিলেন তিনি। তাই পদ থেকে সরে দাঁড়ালেন ।

মস্কোর তরফে পদত্যাগের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানিয়েছেন, ‘সময়ের আগেই স্বেচ্ছায় অবসর নিলেন অ্যান্তোনি চুবেইস। বুধবার পদত্যাগপত্র জমা করেছেন তিনি। কিন্তু তিনি দেশ ছেড়েছেন কিনা তা আমরা জানি না।’ রুশ-ইউক্রেন যুদ্ধ আজ ২৯ দিনে পা দিয়েছে। এখনও লড়াই থামার কোনও নাম নেই। অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন । ইতিমধ্যে পুতিনের শীর্ষস্থানীয় সামরিক নেতাদের মধ্যে ১৫ জন ইউক্রেন হামলায় নিহত। যা পুতিনের কাছে খুব বড় ধাক্কা বলেই মনে করছে যুদ্ধবিষারদরা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে আমেরিকা ও ন্যাটো। তাদের আশঙ্কা ইউক্রেনে সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। অর্থাৎ ময়দানে জেলেনস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর ইউক্রেনের সেনার জন্য পরিস্থিত যে ক্রমে জটিল হয়ে উঠছে তা স্পষ্ট। প্রাথমিক ভাবেই মনে করা হয়েছিল, রাশিয়ার ইউক্রেন দখল স্রেফ সময়ের অপেক্ষা। হামলার দ্বিতীয় দিনেই কিয়েভের খুব কাছেই পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনও লাগাতার প্রতিরোধ গড়ায় এখনও পুতিনের পক্ষে যুদ্ধজয়ের কাছাকাছি পৌঁছনো সম্ভব হয়নি। ইউক্রেন জয়ের স্বপ্ন অধরা না থেকে যায়, পুতিনের নিজের দেশেই যুদ্ধবিরোধী মতামত গড়ে উঠছে। পথে নামছে যুদ্ধবিরোধী আমজনতা। এর মাঝেই ক্রেমিলেন উপদেষ্টার পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!