Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ১৫, ২০২২

এবার ন্যাটোকে সরাসরি হুমকি পুতিনের

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার ন্যাটোকে সরাসরি হুমকি পুতিনের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে এবার ন্যাটোকে সরাসরি হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পরিস্কার তিনি জানিয়ে দিয়েছেন, ন্যাটোর সৈন্যবাহিনী যদি সরাসরি রাশিয়ার সৈন্যদের সঙ্গে সংঘর্ষে নামে, তাহলে ‘‌বৈশ্বিক বিপর্যয়’‌ ডেকে আনবি।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন, ‘‌যে কোন অবস্থাতেই রুশ সেনাবাহিনীর সাথে ন্যাটোর সৈন্যদের সরাসরি সংঘর্ষ অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ হবে, যা বিশ্বব্যাপী বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করব যে, ন্যাটো কখনোই এই ধরনের পদক্ষেপ নেবে না। ওরা যথেষ্ট চিন্তাশীল।’‌ এর আগে পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তিনি গত মাসে ইউক্রেনের চারটি অঞ্চলকে সংযুক্ত করার পরে রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। তাঁর এই হুমকি জাতিসংঘ এই নিন্দা করেছে।
মঙ্গলবার জি সেভেন দেশগুলি হুঁশিয়ারি দিয়েছে যে, ইউক্রেনের ওপর পারমাণবিক অস্ত্রের ব্যবহার গুরুতর পরিণতি বয়ে আনবে। জি সেভেন (যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাপান) রাষ্ট্রের নেতারা  বলেছেন, ‘‌আমরা রাশিয়ার পদক্ষেপকে নিন্দা করছি। যার মধ্যে দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক বক্তৃতা রয়েছে, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করছে। আমরা আবার বলছি যে, রাশিয়ার দ্বারা রাসায়নিক, জৈবিক বা পারমাণবিক অস্ত্রের ব্যবহার গুরুতর পরিণতির মুখোমুখি হবে।’‌

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক বক্তৃতায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে কথা বলেন। বাইডেন আমেরিকান প্রতিষ্ঠানের ওপর আক্রমণ সম্পর্কে সতর্ক করেছিলেন এবং মিডিয়া ব্যারন রুপার্ট মারডকের ছেলে জেমস মারডকের নিউ ইয়র্কের বাড়িতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের হুমকির কথা বলেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!