Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৪

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রনজির দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রনজির দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় বাংলা

সৌরভ পাল, অনুষ্টুপ মজুমদারের পর ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক পোড়েল। তাংর সৌজন্যেই ৪০০ রানের গন্ডি পার করল বাংলা। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রনজি ট্রফির প্রথম ম্যাচে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজমক জায়গায় বাংলা। বাংলার ৪০৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশ ২ উইকেট হারিয়ে তুলেছে ১১৯ রান।
প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ৪ উইকেটে ২৮৯। অধিনায়ক মনোজ তেওয়ারি ১৫ ও মহম্মদ কাইফ শূন্য রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন মহম্মদ কাইফ (‌০)‌। অধিনায়ক মনোজ তেওয়ারিও দলকে খুব বেশি এগিয়ে নিয়ে যারেননি। ৩২ রান করে তিনি আউট হন। মনোজ যখন আউট হন বাংলার রান
তখন ৩২৫/‌৬।  এরপর অভিষেক পোড়েল ও করণ লাল জুটি কিছুটা এগিয়ে নিয়ে যায় বাংলাকে। ২৪ বলে ১৯ রান করে আউট হন করণ লাল। প্রদীপ্ত প্রামাণিক (‌৯)‌ ও আকাশ দীপ (‌২)‌ দলকে ভরসা দিতে পারেননি।
৩৬৮ রানে নবম উইকেট হারায় বাংলা। শেষ উইকেটে দুই তুতো ভাই অভিষেক পোড়েল ও ইশান পোড়েল বাংলাকে ৪০০ রানের গন্ডি পার করে দেন। শেষ পর্যন্ত ১২১ বলে ৭০ রান করে আউট হন অভিষেক পোড়েল। ২৬ বল ক্রিজে কাটিয়ে কোনও রান না করে অপরাজিত থাকেন ইশান। ১৩৪ রানে ৪ উইকেট নেন ললিত মোহন। ২টি করে উইকেট নেন কেভি শশিকান্ত, নীতিশ রেড্ডি ও শোয়েব খান।
ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল অন্ধ্রপ্রদেশ। ওপেনিং জুটিতে ওঠে ৬৪। সিআর জ্ঞানেশ্বরকে (‌৩৩)‌ তুলে নিয়ে অন্ধ্রকে প্রথম ধাক্কা দেন প্রদীপ্ত প্রামানিক। এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রশান্ত কুমার ও শাইক রশিদ। দিনের শেষ বেলায় প্রশান্ত কুমার (‌৪১)‌ ও শাইক রশিদকে (‌৩২) তুলে নিয়ে অন্ধ্রপ্রদেশকে চাপে ফেলে দেন মহম্মদ কাইফ ও আকাশ দীপ। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!