ধারাবাহিক উপন্যাস। ঝাঁ ঝাঁ রৌদ্রে অথবা ফিঙ-ফোটা-জ্যোৎস্নায়। পর্ব ২

মশানির দহের জলে এতসব একসঙ্গে না থাকলেও কোনও কোনওটা, কিছু কিছু তো আছেই । তাছাড়া এখানকার জলতল বা পাতালের বাসিন্দারা এমন সব তুক-গুণ জানে, সময় সময় নিজেদের প্রয়োজনে জলের সঙ্গে এমন সব ‘অনুপান’ মিশিয়ে দেয় যে, এখানে তাবড় বিজ্ঞানও ফেল মেরে যায়