মাস্টারমশাই ডি পি ঘোষের বর্তমান ঠিকানা কাছে নেই। জানতে পারলে চিঠি লিখে শুধোবেন— গাণিতিক জটিলতার সমীকরণ সমাধানের সময় অগাণিতিক সংখ্যা প্রয়োগের সূত্র ব্যবহার করেছিলেন তাঁরা। চিঠি পেলে তিনি কি জবাব দেবেন? একদা প্রিয় ছাত্রকে? নাকি তিনিও এই আত্মসমাধানের ভুলে বিপর্যস্ত? অত বড়ো মানুষ তো, পরাজয়ের কথা স্বীকার করতে পারবেন না। ভুলটা থেকেই যাবে, যতক্ষণ আরেকটা বড়ো ভুল এসে এটিকে না সামলায়। ভুল থেকে ভুলে, আরও ভুলে। ঋণাত্বককে ঋণাত্বক সংখ্যা দিয়ে গুন করলে সংখ্যার মাত্রা বাড়ে, কিন্তু ঋণের পরিমাণ যে বেড়ে যায় বহুগুণ। আরেকবার কি খুলনায় যাওয়া যাবে? দেখে আসতে ইচ্ছে হচ্ছে জন্মভূমিকে
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed