- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৮, ২০২২
বেলারুশে রুশ-ইউক্রেন বৈঠক শুরু । মস্কোর দখলে আরও দুই শহর ।
নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ডাকল রাষ্ট্রসংঘ । কোন পথে পুতিনের পা, সেনাপ্রত্যাহার অথবা আরও বড়ো ঝুঁকির ?

বেলারুশে রাশিয়া-ইউক্রেনের বৈঠক শুরু । মস্কোর দখলে আরও দুই শহর । যুদ্ধের পঞ্চম দিনে রুশ-ইউক্রেন আলোচনা শুরু হল । ইউক্রেন থেকে দ্রুত সেনা প্রত্যাহার করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে পারেন পুতিন । এখন তাঁর প্রতিনিধিরা বেলারুশ বৈঠকে ব্যস্ত ।
চেরনোবিল পারমাণবিক কেন্দ্র ছাড়াও গত কয়েক দিনে ইউক্রেনের দু’টি ছোট শহরের দখল করে নেয় রাশিয়া। এখন বিশ্ব জনমতের চাপে তাকে শান্তির পথে হাঁটতে হবে, নয়তো আরও বড়ো ঝুঁকি নিতে হবে।রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে কথা হয় ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনেস্কির । বরিস তাঁকে যথাসাধ্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন । এদিকে আজ রাতেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে এবং সাধারণ সভার ১৯৩ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ।
পুতিনের আগ্রাসন ইউরোপ মেনে নিতে পারছে না । একমাত্র বেলারুশ ছাড়া সবাই রাশিয়ার বিরুদ্ধে । পশ্চিম ইউরোপের প্রতিটি দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। সরাসরি নয় । পরোক্ষে । ন্যাটো চুপ করে বসে নেই । বিভিন্ন দেশে সেনাদের প্রস্তুত রেখেছে। পুতিনকে কেউই বিশ্বাস করতে পারছে না । পরমানু ব্যবস্থাকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে পুতিন বুঝিয়ে দিয়েছেন, ইউরোপ যদি বাড়াবাড়ি করে, তাহলে নৃশংস পদক্ষেপ নিতে তিনি পিছ পা হবেন না। ন্যাটো ভুক্ত দেশগুলি সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করবে না । কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যপ্তি বাড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করবে । ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দিয়েছে । ব্লক করেছে বেশ কয়েকটি রুশ ব্যাঙ্ক । সুইফট ব্যবস্থা থেকেও রাশিয়া ব্রাত্য । শাস্তিমূলক এসব কর্মকাণ্ডে রুশ ব্যবসায়ীরা তলে তলে ক্ষুদ্ধ । পুতিন ঘরোয়া অসন্তোষের সম্মুখীন হতে পারেন। এ কারণেই সর্তসাপেক্ষে বেলারুশ বৈঠকে রাজি হয়েছেন । তবু ইউক্রেনে রুশ হামলা অব্যাহত । যুদ্ধে বিধ্বস্ত ঘর-বাড়ি, সেনাঘাটি আর প্রেসিডেন্ট জেলেনেস্কির আত্মবিশ্বাস । অসহায় মানুষ দেশ ছেড়ে পোল্যান্ড, রোমানিয়াসহ পূর্ব ইউরোপের দেশগুলিতে আশ্রয় নিচ্ছেন । উদ্বাস্তুর চাপ নিচ্ছে প্রতিবেশীরা । সীমান্ত ঘেঁষা ইউক্রেনে তাঁরা ফিরে আসবেন কি না, ফিরলে তা কবে—সব দিক থেকেই মাথার উপর অনিশ্চয়তা ঝুলছে ।
❤ Support Us