Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ৯, ২০২৩

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে নতুন রুশ মিসাইল হামালা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে নতুন রুশ মিসাইল হামালা

চিত্র: সংবাদ সংস্থা

গত ২১ দিন পরে রাশিয়া ফের ইউক্রেনের উপর আক্রমণ বাড়ালো। বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেনের বিভিন্ন শহরকে নিশানা ভয়াবহ মিসাইল হানা চালাচ্ছে রাশিয়া। রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের শহরগুলিতে বাজছে ঘনঘন সাইরেন। ভীতসস্ত্রস্ত নাগরিকরা। প্রশাসন তাঁদের নিরাপদ  আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অনবরত চলতে থাকা মিসাইল হানায় এপর্যন্ত পাঁচজন ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া সকাল থেকে একের পর এক মিসাইল নিক্ষেপ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ নাগরিকদের বাড়িঘর। বহুতল ধ্বংস্তূপে পরিণত হয়েছে। বাড়ি ও স্কুলভবন ভেঙে পড়েছে মিসাইলের আঘাতে। জরুরিভিত্তিতে উদ্ধারের কাজও চলছে।মিসাইল হানা প্রতিহত করতে পাল্টা ব্যবস্থা নিয়েছে ইউক্রেনের বায়ুসেনা। এখন দেখার পরিস্থিতি সারাদিনে কোনদিকে গড়ায়। আরও একটি দিন ইউক্রেনবাসীদের যুদ্ধের ভয়াবহতার সঙ্গে যুঝতে হবে।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া সাধারণ মানুষের বসবাসের এলাকাগুলিতে নির্বিচারে হামলা চালাচ্ছে। মিসাইল হামলা চালানো হয়েছে ইউক্রেনের বিদ্যুত সরবারহ এবং পারমাণবিক কেন্দ্রে । ইতিমধ্যে ইউক্রেনের সেনা রাশিয়ার দুডজনের কাছাকাছি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই নষ্ট করে দিয়েছে।

ইউক্রেনজুড়ে চলছিল নববর্ষ উদযাপনের অনুষ্ঠান। মানুষ যুদ্ধের ভীতি খানিক কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ফের মিসাইল হামলা শুরু করেছে। এদিন ইউক্রেন সরকার রাশিয়াকে আবারও ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ আখ্যা দিয়ে কাঠগড়ায় তুলেছে। এব্যাপারে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইউক্রেনীয় নাগরিকদের ওপর বিবেচনাহীনভাবে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনই এই যুদ্ধে জয়লাভ করবে। প্রেসিডেন্ট জেলেনস্কিও একথা বলেছেন, যদি সংগ্রাম চালাতে হয়, আমরা চালিয়ে যাবো। সমস্ত ধরনের পরিস্থিতির মোকাবিলায় আমরা তৈরি।

যুদ্ধ লাগায় মাসের পর মাস অত্যন্ত কষ্টে দিনযাপন করছেন অসংখ্য ইউক্রেনীয় নাগরিক। এরই মধ্যে সময়ের নিয়মে এসেছে নতুন বছর। রাজধানী কিযেভের বহু বাড়ি নতুন বছরের শুরু থেকেই বিদ্যুৎহীন। সেইসঙ্গে দেশজুড়ে তীব্র জলাভাবও দেখা দিয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!