Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১২, ২০২২

চলছে উপনির্বাচন ! ১১টা পর্যন্ত বালিগঞ্জে ১৬.২০%, আসানসোলে ২৬.৬৮ % ভোট পড়ল ।

বিভিন্ন বুথে ভুয়ো ভোটারদের ‘দৌরাত্ম্য’। আঙুল উঠছে ঘাসফুলের দিকে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
চলছে উপনির্বাচন ! ১১টা পর্যন্ত বালিগঞ্জে ১৬.২০%, আসানসোলে ২৬.৬৮ % ভোট পড়ল ।

আজ আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কড়া নিরাপত্তার মধ্যে আসানসোল ও বালিগঞ্জে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব। পশ্চিম বর্ধমানের আসানসোলে ২০১২টি বুথের মধ্যে মোট ৬৮০টি বুথে ভোটগ্রহণ পর্ব চলছে । অন্যদিকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ৩০০টি বুথে হচ্ছে ভোট। সকাল ৭ টায় শুরু ভোটগ্রহণ । আসানসোলে ভোটের নিরাপত্তায় থাকছে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । ৫১ শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। এখানকার প্রতিটি বুথই স্পর্শকাতর। অন্যদিকে, বালিগঞ্জে লড়াই মূলত চতুর্মুখী। ভোটের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।গত বছর কালীপুজোর রাতে মৃত্যু হয় বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের । তাঁর মৃত্যুতে ফাঁকা হয়ে যাওয়া আসনে এবার ভোট হচ্ছে। গত বিধানসভা ভোট হোক কী, পুরনির্বাচন। ভোটের ফল জানা যাবে ১৬ এপ্রিল । বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রায় আড়াই লক্ষ ভোটার ভোট দেবেন মঙ্গলবার।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এখানকার ৩০০টি বুথের মধ্যে ২৩টি স্পর্শকাতর। ১০০ শতাংশ বুথেই সিসিটিভি নজরদারি করছে। প্রতিটি বুথ ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে থাকছেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ২০০ মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ ।

অন্যদিকে, আসানসোলে ভোটের নিরাপত্তার দায়িত্বে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । ৫১ শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। সকাল ১১টা পর্যন্ত বালিগঞ্জে ১৬.২০%, আসানসোলে ২৬.৬৮ শতাংশ ভোট পড়ল ।

আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রার্থীরা- বিজেপি- অগ্নিমিত্রা পল চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়, কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন, প্রসেনজিৎ পুইতুণ্ডি। বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন কেয়া ঘোষ। সিপিএম প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন সায়েরা শাহ হালিম ও কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন কামারুজ্জান চৌধুরী। ফুল পাল্টে বাবুল সুপ্রিয় এবার প্রথমবার তৃণমূলের হয়ে লড়াইয়ের ময়দানে । নজরে একসময়ের বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী থাকা এই হেভিওয়েট তারকা প্রার্থী। এখন দেখার বালিগঞ্জ কেন্দ্রে ভোটাররা জনপ্রতিনিধি হিসেবে কাকে বেছে নেয়।
সকাল থেকেই বিক্ষিপ্ত ঘটনার কথা জানা যাচ্ছে উপনির্বাচন ঘিরে । সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢোকার অভিযোগ। আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে সতর্ক করল নির্বাচন কমিশন। পুলিশ মারফত বিজেপি প্রার্থীকে বার্তা কমিশনের। আসানসোলে অগ্নিমিত্রা পল-এর গাড়ি ভাঙচুর । রিপোর্ট চাইল কমিশন । বারাবনির ১৭৫ নম্বর বুথে ধুন্ধুমার। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর। পাথরবৃষ্টির পাশাপাশি গাড়িতে লাঠির বাড়িও মারা হয়। রক্তাক্ত অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষী। এদিন ওই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এরপরই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয়। পুলিশের সামনেই তৃণমূলের হামলা, দাবি বিজেপি প্রার্থীর।

বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা, বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী, দু’ জনেই ওই বুথে যান। পুলিশকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী। বালিগঞ্জের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বাম প্রার্থীর দাবি, এক মহিলা ভোটার কার্ড ছাড়াই ভোট দেওয়ার চেষ্টা করেন। এর আগে ওই মহিলা দুটি বুথে ভোটও দেন বলে অভিযোগ। সিপিএম প্রার্থীর দাবি, ভোট হয়ে যাওয়ার পরেও কয়েকজন বুথের ভিতর ঘোরাফেরা করছেন।
বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।‘রিম ঝিম ঝিম বৃষ্টিতে, আমার সারাদিন শুধু তুমি তুমি তুমি করে’। ভোটের দিন লেডি ব্রেবোর্ন কলেজের বুথে গিয়ে মান্না দে-র গান গাইলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান জানাতে এভাবে গান গেয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। মন্তব্য বাবুল সুপ্রিয়র। পাশাপাশি, তৃণমূল প্রার্থী দাবি করেন, তাঁর জন্যই ইস্ট-ওয়েস্ট মেট্রো হয়েছে।

পাঠভবন স্কুলে উত্তেজনা। বুথের ভিতরে কেন কলকাতা পুলিশের কর্মীরা? কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। মডার্ন হাইস্কুলেও একই বিষয় নিয়ে আপত্তি জানান বিজেপি প্রার্থী। কলকাতা পুলিশের কর্মীদের বুথের ১০০ মিটারের বাইরে থাকার কথা। বিধি ভেঙে কেন তাঁরা বুথের ভিতর? প্রশ্ন বিজেপি প্রার্থীর।

বারাবনির আন্দিহায় ২৮৩/২৪৩ নম্বর বুথে একজনের হয়ে ভোট দিলেন আরেকজন। ভোটারের হয়ে ভোট দিতে দেখা যায় ওই দ্বিতীয় ব্যক্তিকে। ক্যামেরার সামনে অবশ্য তা অস্বীকার করেন ওই ব্যক্তি। ঘটনার কথা স্বীকার করেননি প্রিসাইডিং অফিসারও।
পার্ক সার্কাসের লেডি ব্রেবোর্ন কলেজে হঠাৎ দেখা তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর। চলল কুশল বিনিময়।ভোটের সকালে সৌজন্যের ছবি বালিগঞ্জ বিধানসভায়।

 


❤ Support Us
error: Content is protected !!