Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৯, ২০২৪

স্বচ্ছ নিয়োগ আর ডিএর দাবিতে মহানগরে আজ সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বচ্ছ নিয়োগ আর ডিএর দাবিতে মহানগরে আজ সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল

আজ কলকাতায় সংগ্রামী যৌথ মঞ্চের মহা মিছিল। শিয়ালদা, হাওড়া ও হাজরা থেকে এই মিছিল শুরু হয়ে ধর্মতলা যাবে। এই মিছিলে যোগ দিচ্ছে ২০২২-এর টেট চাকরি বঞ্চিতরা। এছাড়াও ধর্মতলার সভায় সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যোগ দেবেন এমএসএমই চাকরি প্রার্থীরা।

সংগ্রামী যৌথ মঞ্চ মূলত ডিএ, ন্যায্য ও যোগ্যদের চাকরির দাবিতে দীর্ঘদিন কললাতার রাজপথে নেমে আন্দোলন করছেন।
এই মহা মিছিল নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেছেন, “আমরা আজ কলকাতায় হাওড়া, শিশালদা ও হাজরা থেকে মিছিল করে ধমতলায় যাবো। আমরা চাইছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে আমাদের দাবি জানাতে। আমাদের দাবি যদি মান্যতা না পায় তাহলে আমরা রাজ্য সরকারি দফতরে লাগাতার কর্মবিরতি শুরু করব। আমরা কেন্দ্রের সম হারে ডিএ চাই। ডিএ আমাদের ন্যায্য অধিকার, কলকাতা হাইকোর্ট সেই রায় দিয়েছে। আমরা ন্যায্য দাবির ভিত্তিতে এই মহা মিছিল করছি।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!