- দে । শ
- জানুয়ারি ১৬, ২০২৪
ডিএ বৃদ্ধির দাবিতে ফের রাজপথে মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের সম পরিমাণ ডিএ-র দাবিতে দীর্ঘদিন রাজপথে বসে আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ। তাদের দাবি, ৪ শতাংশ নয়, ৪০ শতাংশ হারেই তাদের ডিএ দিতে হবে। এই দাবি নিয়ে আগামী ১৯ জানুয়ারি কলকাতার রাজপথে মহা মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবিও জানানো হয়েছে। সেই দাবি পূরণ না হলে সরকারি দফতরে কাজ বন্ধ করে অচলাবস্থা সৃষ্টির হুঁশিয়ারিও দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বসু জানিয়েছেন, “এর আগে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেছি। তাতে কোনও লাভ হয়নি। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। উনি এসে সমস্যা মেটান। আমাদের দাবি না মানলে এর পর লাগাতার অনশন চলবে।”
রাজ্য সরকার গত মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করেছে। এই ডিএ সংগ্রামী যৌথ মঞ্চ প্রত্যাখ্যান করেছে। তাদের অভিঢ়োগ, এখনও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ৩৬ শতাংশ ডিএ-র পার্থক্য। কেন্দ্রের সম হারে ডিএ-র দাবিতে ১৯ জানুয়ারি পথে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। শিয়ালদা, হাওড়া,হাজরা থেকে মিছিল শহিদ মিনারে যাবে।
❤ Support Us