- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ১২, ২০২৩
বিস্ফোরনে আহত মুন্নাভাই, প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ সঞ্জয়
চিত্র : সংবাদ সংস্থা
বোমা ফেটে গুরুতরভাবে আহত হলেন সঞ্জয় দত্ত। বেঙ্গালুরু সংলগ্ন এলাকায় কন্নড় ছবি ‘কেডি’- শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন বলিউড অভিনেতা। সে সময় সেটে আচমকা বিস্ফোরণ ঘটে। ইতস্তত বিক্ষিপ্তভাবে শুটিং এর যাবতীয় সরঞ্জাম ছড়িয়ে পড়ে। অভিনেতার জখম খুব বেশি গুরুতর নয়। হাতে, কনুইয়ে ও মুখে সামান্য চোট পেয়েছেন ‘মুন্নাভাই’। আপাতত ছবি নির্মাণের সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে।
কন্নড় ভাষায় নির্মিত হলেও কেডি একটি সর্বভারতীয় ছবি। কন্নড় ফিল্মের জগতে সঞ্জয় দত্তের এটি প্রথম কাজ। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় চলাকালে মাগোড়ি রোডের কাছে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখনই বলিউড অভিনেতা হাতে নাকে মুখে চোট পান। সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন কিছুটা সুস্থ। তবে, প্রোডাকশন ইউনিতের সদস্যারা ঠিক করেছেন তাঁরা আপাতত কিছু দিন ছবির কাজ বন্ধ রাখবেন।
সিনেমার জগতে যে কয়েকজন অ্যাকশন দৃশ্যে কোনো ডামির সাহায্য নিতে চান না তাঁর মধ্যে সঞ্জয় দত্ত অন্যতম। বয়স প্রায় ৬৪ ছুঁই ছুঁই কিন্তু অ্যাকশন হোক বা আবেগঘন কোনো দৃশ্য–সবেতেই সাবলীল ‘বাস্তব’-এর রঘু। ব্যাডবয় বলে খ্যাত সঞ্জয় জীবনের বহু ঘাত-প্রতিঘাত সামাল দিয়ে উঠে দাঁড়িয়েছেন। ড্রাগসের নেশা হোক, ক্যানসারে নিজের প্রিয়জনের মৃত্যু, বে-আইনি অস্ত্র মামলায় দীর্ঘ কারাবাস- ক্ষণিকের জন্য তাকে বিচলিত করলেও তাঁর দীর্ঘস্থায়ী প্রভাব পেশাগত ক্ষেত্রে তিনি পড়তে দেননি। একের পর এক ছবি করেছেন ভিন্ন স্বাদের, ভিন্ন বর্ণের । তাঁর অধিকাংশ যেমন বক্স পেয়েছে তেমনি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। সাম্প্রতিক সময়ে খলনায়কের চরিত্রে অভিনয় করার প্রবণতা দেখা যাচ্ছে । এছবিতেও তাঁর ব্যতিক্রম হয়নি। আশা করা যায় সম্পূর্ণ সুস্থ হয়ে এ ছবিতেও নিজের অভিনয়শৈলীর রং ছড়াবেন।
❤ Support Us