Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৯, ২০২৪

২০২২-এর ১১,৭৬৫ জন প্রাথমিক শিক্ষক নিয়োগে আর কোনও বাধা নেই, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
২০২২-এর ১১,৭৬৫ জন প্রাথমিক শিক্ষক নিয়োগে আর কোনও বাধা নেই, নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ২০২২ এর টেট চাকরি প্রার্থীরা। এর ফলে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে তাঁদের আর কোনও বাধা রইল না। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় প্যানেল প্রকাশের উপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, অবশেষে তা তুলে নিল সুপ্রিম কোর্ট। ফলে ১১ হাজার ৭৬৫ জনের শিক্ষক পদে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আর কোনও প্রতিবন্ধকতা রইল না। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল, নিয়োগ নিয়ে সব প্রস্তুতি তারা শেষ করেছে। তবে আদালতের নির্দেশে ওই নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় উদ্বেগে ছিলেন প্রাথমিকের চাকরি প্রার্থীরা।

২০২২ সালে প্রাথমিক টেট পরীক্ষা হওয়ার পর থেকে অনেকেই চাকরির আশায় অপেক্ষায় রয়েছেন। কিন্তু জটিলতা তৈরি হয় বিএড ও ডিএলএড নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, প্রাথমিক শিক্ষক পদে চাকরির ক্ষেত্রে বিএড ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন না। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলএড পাশ করা বাধ্যতামূলক। সমস্যা হল, ২০১৪ সালের টেট পরীক্ষার সময় এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে আদালতের নির্দেশের জেরে জটিলতা তৈরি হয়।

২০১৪-র টেট উত্তীর্ণ প্রার্থীরা তাই ২০২০ সালে ডিএলএড কোর্সে ভর্তি হন। এরপর ২০২২-এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। কিন্তু সেই সময় ওই চাকরি প্রার্থীরা ডিএলএড-এর মার্কশিট বা শংসাপত্র হাতে পাননি। এরপরই চাকরি প্রার্থীদের একাংশ আদালতের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়। এরপর সুপ্রিম কোর্ট ওই প্যানেল প্রকাশে স্থগিতাদেশ দেয়। কিন্তু পর্ষদ জানিয়েছিল, প্যানেল তাদের কাছে তৈরি আছে। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগে আর কোনও বাধা রইল না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!