- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৯, ২০২৪
‘মণিপুরের সঙ্গে তুলনা নয়’, সন্দেশখালি ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
সন্দেশখালিতেও হিংসার সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আবেদনে মণিপুরের হিংসার সঙ্গে তুলনা করা হয়েছিল। আর্জি ছিল, মণিপুরের মতো সিট গঠন করে তদন্ত শুরু করা হোক। সুপ্রিম কোর্ট সন্দেশখালি গ্রহন করতে অস্বীকার করেছে। এমনকি মণিপুরের হিংসার সঙ্গে তুলনা টানতে নিষেধও করেছে।
সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ে করেছিলেন আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব। তিনি মণিপুরের জাতি হিংসার সঙ্গে সন্দেশখালির ঘটনার তুলনা টেনেছিলেন। আইনজীবী শ্রীবাস্তব আদালতের কাছে আর্জি জানান, কর্তব্যে গাফিলতির জন্য পুলিশ আধিকারিকদের শাস্তি দেওয়া হোক এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক।
সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং বিচারপতি বিভি নাগরত্নর বেঞ্চে। কিন্তু এই দুই বিচারপতির বেঞ্চ এই জনস্বার্থ মামলা শুনতে রাজিই হয়নি। পাশাপাশি বিচারপতিরা মামলাকারী আইনজীবীকে নির্দেশ দিয়েছেন, মণিপুরের হিংসার সঙ্গে সন্দেশখালির তুলনা না টানতে। বিচারপতিরা বলেন, ‘কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে এই ঘটনা নিয়ে মামলা দায়ের করেছে। আপনার কোনও আর্জি থাকলে কলকাতা হাইকোর্টে জানান।’
বিচারপতিদের বক্তব্যের পরে আইনজীবী শ্রীবাস্তব বলেন, ‘মণিপুরেরই মতো সন্দেশখালিতে জাতিগত হিংসা ছড়িয়েছে। সন্দেশখালিতে মহিলারা গণধর্ষণের অভিযোগ করেছেন এবং সমানভাবে নির্যাতিত হয়েছেন। মণিপুরের ঘটনায় সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করেছিল।’ এরপরই বিচারপতি নাগরত্ন বলেন, ‘মণিপুরে যা ঘটেছে তার সাথে সন্দেশখালির ঘটনার তুলনা করবেন না।’ এবং তিনি আবেদনটি প্রত্যাহার করার নির্দেশ দেন।
❤ Support Us