Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২, ২০২৪

তোশাখানা মামলার রায় নিয়ে প্রশ্ন তুললেন ইমরান

আরম্ভ ওয়েব ডেস্ক
তোশাখানা মামলার রায় নিয়ে প্রশ্ন তুললেন ইমরান

তোশাখানা দুর্নীতি মামলায় বুধবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ পার্টির প্রধান ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন সে দেশের এক আদালত। তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দেওয়া আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরান খান। তাঁর অভিযোগ, রায়গুলি ‘‌অন্য জায়গা’‌ থেকে আসছে। আদালত সেই জায়গার ‘‌পুতুল’‌ হিসেবে কাজ করছে।

ইমরান খান সাংবাদিকদের বলেন, ‘‌বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে। আদালতের রায়গুলি অন্য কোনও জায়গা থেকে আসছে। এটা পুতুলের সাজা। যে নেকলেস নিয়ে তোশাখানা মামলায় দোষী সাব্যাস্ত করা হয়েছে, জনগনের সামনে আসল ঘটনা তুলে ধরব।’‌ ইমরান আরও বলেন, ‘‌নেকলেসটি তোশাখানার মধ্যে ছিল না। একজন সৌদি রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে এটি আমাকে উপহার দিয়েছিলেন। এই মামলার সঙ্গে বুশরা বিবির কোনও সম্পর্ক নেই। আমি ব্যক্তিগত লাভের জন্য রাজনীতিতে আসিনি। বুশরা বিবিকে জড়িয়ে আমার সুমান নষ্ট করার চেষ্টা করা হয়েছে।’‌
আদালত রায় ঘোষণা করার পর বুশরা বিবিকে বানিগাল বাড়িতে স্থানান্তরিত করা হয়। এই বাড়িটিকে সাব জেল হিসেবে ঘোষণা করা হয়েছে। অনেকে মনে করছেন, ক্ষমতাসীন পক্ষের সঙ্গে চুক্তি করে বুশরাকে বানিগালার বাড়িতে রাখা হয়েছে। ইমরান খান এই অভিযোগ অস্বীকার করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বানিগালার বাড়িতে বুশরা খানকে রাখা হয়েছে আমি জানতামই না। আমি তার জন্য বিশেষ কোনও ব্যবস্থার অনুরোধ করিনি। ‌‌জেলে কম্বল পাঠাতে গিয়েই বিষয়টা জানতে পারি।’‌

ইমরান আরও বলেন, ‘‌বুশরা বিবির সঙ্গে তার বিরুদ্ধে মামলাগুলির সঙ্গে কোনও সম্পর্ক নেই। ও স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পন করেছে। কারণ পিটিআই–য়ের অনেক মহিলা সদস্য সেখানে বন্দী রয়েছে।’‌ প্রসঙ্গত উল্লেখ্য, তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড হওয়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন বুশরা বিবি। পরে তাঁকে ইমরান খানের ইসলামাবাদের বাসভবন বানিগালায় স্থানান্তরিক করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!