Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১১, ২০২২

পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ ।

পাকিস্তানের পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন শুরু হয়েছে । অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর পাকিস্তানের সংবিধান অনুযায়ী এখন জাতীয় পরিষদের সদস্যরা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। আজ ১১ এপ্রিল পাকিস্তান পাবে তাদের ২৩তম প্রধানমন্ত্রীকে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন মুসলিম লিগ-এর প্রধান নেতা শেহবাজ শরীফ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, অধিবেশনটি পরিচালনা করছেন ডেপুটি স্পিকার কাসেম সুরি। তিনিই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন। এরপর সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেয়। এদিকে জাতীয় পরিষদ শুরু হওয়ার আগে ইমরান খানের দল পিটিআই প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বয়কট করেন।এর আগে পিটিআইয়ের পক্ষ থেকে ভূতপূর্ব পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশিকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দলটি অধিবেশন বয়কট করায় এখন প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি হলেন শেহবাজ শরীফ। অবশেষে তাঁকেই  পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত করা হল। পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি মিয়াঁ মহম্মদ শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

শাহবাজের নিজের দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শাহবাজ। তবে ন্যাশনাল অ্যাসেম্বলির বৃহত্তম দল, সদ্য-প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করে সভা থেকে ওয়াকআউট করে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!