- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৮, ২০২৪
বাংলাদেশে তারুণ্য আর উন্নয়ণের জয়। দেশ পরিচালনায় আবার শেখ হাসিনা। বিরোধী আসনে বসতে হবে নির্দলীয় ৬২ জয়ী প্রার্থীকে
দেশ-বিদেশের বিভিন্ন মহলের উসকানি, ভোট বয়কটের প্ররোচনা, প্রতিষ্ঠান বিরোধিতা এবং পরিকল্পিত হিংসাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশে টানা চতুর্থবারের জন্য দেশ পরিচালনার দায়িত্ব গ্রহন করবেন শেখ হাসিনা। শীঘ্রই তাঁর নেতৃত্বে গঠিত হবে সরকার। সম্ভবত, গুরুত্ব দেওয়া হবে তারুণ্য আর মহিলাদের ক্ষমতায়ণের ধারাবাহিকতাকে। ভোটের দিন কোথাও কোনো হিংসার ঘটনা ঘটেনি। প্রতিটি জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছিল নির্বাচন কমিশন। তাঁরা এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা করেননি। তাঁদেরই সর্বশেষ তথ্য, ভোটে অংশগ্রহনকারী ২৮টি দলের মধ্যে আওয়ামী লীগের প্রতীকে জয়ী হয়েছেন ২২৪ জন, এরশাদের জাতীয় পার্টির লাঙলে ১১, কল্যান পার্টির ১ এবং নির্দলীয় ৬২ প্রার্থী জয়ী হয়েছেন। প্রতীকহীন ২৫টি দলের কোনো প্রার্থীই জয়ী হতে পারেনি।
বিএনপি বলেছে, এটা ভোট নয় প্রহসন। জামাতের মুখে কুলুপ। ইসলামি ফ্রন্ট, ইসলামি ঐক্য জোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম গণফ্রন্ট, তৃণমূল বিএনপি সহ একাধিক বিরোধী পার্টির প্রার্থীরা জয়ী হতে পারেননি। সবচেয়ে বেশি হতাশ হতে হল এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে। তাঁদের জয়ী প্রার্থীর সংখ্যা কুল্লে ১১। ২৫টি দলের প্রার্থীদের ফল শূণ্য।
প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে, বাংলাদেশের আগামী সংসদ বিরোধীশূণ্য হবে না। জয়ী স্বতন্ত্র ৬২ এবং জাতীয় পার্টির ১১ জনকে বিরোধীদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।জল্পণা ছিল, ভোটের দিন আরোপিত হিংসা জ্বলে উঠতে পারে। জল্পনা আর গুজবকে মিথ্যা প্রমাণিত করে দিলেন বাংলাদেশের ৪০ শতাংশ ভোটার। আরম্ভর অনুমান ছিল ২০০-র বেশি আসনে জয়ী হবে আওয়ামী লীগ।কার্যত দেখা যাচ্ছে, ২৪টির বেশি আসন পেয়েছেন নৌকার প্রার্থীরা। নিজের জন্মস্থান গোপালগঞ্জের আসনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পেয়েছেন প্রায় আড়াই লাখ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী নিজামুদ্দিন কুল্লে ৪৬৯। এ এক অভূতপূর্ব দৃষ্টান্ত । আরেকটি কথা, বাংলাদেশের ভোট প্রমাণ করল, জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন, সন্ত্রাস বিরোধিতা, মহিলাদের ক্ষমতায়নের লাগাতার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। দ্বিতীয়ত, সাম্প্রদায়িক রাজনীতির মুখে কালী ঘঁষে দিয়েছে গণরায়। তৃতীয়ত, সরকারের উন্নয়ণের প্রতি, অহিংসার প্রতি এবং সন্ত্রাস বিরোধিতার বিরুদ্ধে নিঃশব্দে মতামত প্রয়োগ করেছে যুবশক্তি। তাদের সংখ্যা নগণ্য নয়, অন্তত ৪ কোটি।
❤ Support Us