- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৯, ২০২৪
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবার লাদাখে।ষষ্ঠ তফসিলের দাবিতে অনশনের পাশাপাশি সীমান্তে মিছিলের ডাক সোনম ওয়াংচুর
প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি কেন্দ্র, প্রতিবাদে আমরণ অনশন পরিবেশ-মানবাধিকার কর্মী, বিজ্ঞানী সোনম ওয়াংচুক ।
পরিবেশ এবং লাদাখি সংস্কৃতি ও জনজাতির অধিকার রক্ষার দাবি নিয়ে ৬ মার্চ থেকে অনশনে বসেছেন সোনম । তাঁর এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন ২৫০ স্থানীয় । দুসপ্তাহ অতিক্রম করল তাঁদের এই আন্দোলন। লাদাখি জনজাতির অধিকার রক্ষার এই লড়াইয়ে আগামী ২৪ মার্চ প্রতীকী অনশনের আহহ্বান জানিয়েছেন বিশ্ববাসীকে।
ওয়াংচুক সোশাল মিডিয়ায় লিখেছেন, মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াসে, নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে অনশন প্রতিবাদ করছেন প্রায় আড়াইশো স্থানীয় বাসিন্দা । তাঁর অভিযোগ ২০১৯- ২০ সালে লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে, কেন্দ্রশাসিত অঞ্চলে অঞ্চলে পরিণত করা হয় । তার প্রায় চার বছরেরও বেশি সময় কেটে গেলেও কোনও কথাই কেন্দ্র রাখেনি । লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি, এবং এখানকার পরিবেশরক্ষার যে দাবি রয়েছে স্থানীয়দের, তা শোনেনি কেন্দ্র । উল্টে আমলাতন্ত্র কায়েম করা হয়েছে সেখানে । দিল্লির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় আমালারা সেখান থেকে লাদাখ নিয়ন্ত্রণ করে । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, ‘সরকার বলে, ভারত গণতন্ত্রের জননী । অথচ সেই ভারতেই লাদাখবাসীর সঙ্গে বৈমাতূকসুলভ আচরণ করা হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে । চার বছর পরও সরকার কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। এটা বিশ্বাসভঙ্গের সমতুল ।’
BEGINNING OF DAY 14 OF MY #CLIMATEFAST
250 people slept hungy in – 12 °C to safegurad Ladakh’s land, environment and tribal indigenous culture
Our nomads are losing prime pasture land to huge Indian industrial plants to the south & Chinese encroachment to the north
To show the… pic.twitter.com/to4jUyaPJc— Sonam Wangchuk (@Wangchuk66) March 19, 2024
তিনি অভিযোগ করেছেন লাদাখের উত্তরে চিনা আগ্রাসন এবং দক্ষিণপ্রান্তে শিল্পায়নের নামে পূঁজিপতিরা স্থানীয় কৃষকদের জমি কেড়ে নিচ্ছে অন্যায় ভাবে। এরই প্রতিবাদে ১০হাজার লাদাখি কৃষক এবং পশুপালকদের নিয়ে সীমান্ত এলাকায় আমরা মিছিল করব।
লাদাখের অধিবাসীরা দীর্ঘদিন থেকেই সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে কেন্দ্রের কাছে । এপ্রসঙ্গে ওয়াচুক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উত্তরপূর্ব ভারতের রাজ্য গুলিতে সেই অধিকার স্বীকৃত হলেও লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের তকমা দেওয়া হয়নি । তার সঙ্গেই চান নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের বিধানসভা প্রতিষ্ঠা করা । এপ্রসঙ্গে তিনি বলেন, লোকসভা ভোটের পরেই কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে, কিন্তু লাদাখ নিয়ে এখনো তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি কেন্দ্রের বিজেপি সরকার । তাদের এই আন্দেলনের সমর্থনে ইতিমধ্যেই শ্রীনগর, কার্গিল, মুম্বইয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে সাধারণ মানুষ ।
❤ Support Us