- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৩০, ২০২৩
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে থাকতে পারেন সোনিয়া গান্ধি !
রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে, আগামী ২২ জানুয়ারি, অযোধ্যায় যেতে পারেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। সোনিয়া , এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরীকে রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান হলেও তাঁরা তখন সিদ্ধান্ত নিয়েছিলেন, এই অনুষ্ঠানে কংগ্রেস কোনও প্রতিনিধি পাঠাবে না। তবে যত ২২ জানুয়ারি এগিয়ে আসছে, দেশজুড়ে রামমন্দির ততোই প্রাসঙ্গিক হয়ে উঠছে। তাছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি রামমন্দিরকে মূলধন করে লাভ নিজেদের ঘরে তুলতে পারে। তাই কংগ্রেস চাইছে না, রামমন্দিরের সবটা মধু বিজেপি একাই খেয়ে যাক তাই এই সিদ্ধান্ত।
উত্তর ভারতে বিজেপি রামমন্দিরকে হাতিয়ার করে তুমুল গতিতে লোকসভা নির্বাচনে সাফল্যের দিকে এগিয়ে যাবে। রাজস্থান, মধ্যপ্রদেশ,উত্তরপ্রদেশ, গুজরাট,পাঞ্জাব কোথাও বিজেপিকে প্রতিহত করতে পারবে না কংগ্রেস। ইন্ডিয়া না বলে কংগ্রেস বললাম এই কারণে যে ইন্ডিয়া জোটটা এখন একটা জগাখিচুরি হয়ে আছে। তাই বিজেপির বিরুদ্ধে ভারতের সবত্র বড় লড়াই দিতে হবে কংগ্রেসকেই। বিহার, ওড়িশার পরিস্থিতিটা যদিও এর থেকে আলাদা।
তবে বিজেপি হিন্দুত্বের ধ্বজাটা একাই বহন করে ধর্ম ও রাজনীতির সংশ্লেষ তৈরির মরিয়া প্রয়াস চালাচ্ছে। বিজেপি এখন কাউকে সংখ্যালঘু মনস্ক বলে যতটা রাজনৈতিক ভাবে বিপন্ন করতে পারছে তার চাইতে হিন্দু বিরোধী বলে দেগে দিয়ে নিজেরা রাজনৈতিক ডিভিডেন্ড নিজেদের ঘরে তুলতে সক্ষম হচ্ছে। ভারতীয় রাজনীতিকে ধর্মীয় মেরুকরণ করার ক্ষেত্রে বিজেপির কাছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বড় অস্ত্র হয়ে উঠেছে রামমন্দির উদ্বোধন। তাই কংগ্রেস এই পরিস্থিতিতে কখনই চাইছে না, রামমন্দির উদ্বোধনকে সামনে রেখে হিন্দুত্বের পুরো রসটুকু বিজেপি শুষে নিক। তাই এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যা জানা যাচ্ছে, তাতে ১৩৯ বছরের সমাজতান্ত্রিক ভাবধারায় নির্ভরশীল কংগ্রেস দল হিন্দুভোট বিন্দুমাত্র হাতছাড়া করতে চাইছে না।
এআইসিসিতে অযোধ্যায় সোনিয়া গান্ধির উপস্থিতি নিয়ে অনেক দফায় বৈঠক হয়েছে। তারপর আপাতত ঠিক হয়েছে, সোনিয়া গান্ধি ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। তবে ২২ জানুয়ারির আগে পরিস্থিতির উপর নজর রাখবে কংগ্রেস। এদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও অযোধ্যায় রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বলে খবর।
আসলে ভারতীয় রাজনীতিতে ধর্ম এখন বড় “ফ্যাক্টর”, তাই কেউই চাইছেন না, বিজেপির হাতে হিন্দুত্বের দখলদারি পুরোপুরি ছেড়ে দিতে। কারণ বিজেপি বিরোধী কোনও রাকনৈতিক দল ধর্ম ও রাজনীতিকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে বিজেপির এই প্রয়াসকে রুখতে পারেননি। তাই এখন সবাই হাল্কা করে ধর্ম ও রাজনীতিকে মিলিয়ে দিয়ে নিজের অস্তিত্ব রক্ষায় যত্নবান হতে চাইছে।
❤ Support Us