Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৪

রাজস্থানে সোনিয়া।রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ আজ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজস্থানে সোনিয়া।রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ আজ

আজ রাজস্থান থেকে রাজ্যসভার মনোনয়ন জমা দিতে পারেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি। মনোনয়ন জমা দেওয়ার জন্য বুধবার ভোরে তিনি দিল্লির বাসভবন থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মনমোহন সিং এপ্রিলে রাজ্যসভার এই আসন থেকে অবসর নিতে চলেছেন। তাঁর জায়গায় সোনিয়া গান্ধি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ এবছর এপ্রিলে শেষ হচ্ছে। তাঁর জায়গায় রাজস্থান থেকে কাকে রাজ্যসভায় পাঠানো হবে, তা নিয়ে সোমবার কংগ্রেস নেতাদের একটা উচ্চ–পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে মল্লিকার্জুন খাড়গে, মুকুল ওয়াসনিক, অজয় মাকেন, সালমান খুরশিদ, কেসি ভেনুগোপালসহ দলের আরও শীর্ষ নেতারা হাজির ছিলেন। সেই বৈঠকেই ঠিক হয়েছিল মনমোহন সিংয়ের জায়গায় সোনিয়া গান্ধীকে রাজ্যসভায় পাঠানো হবে। এই প্রথমবার ভোটের ময়দান ছেড়ে উচ্চকক্ষে যাচ্ছেন সোনিয়া গান্ধি।

স্বাস্থ্যগত কারণে ঘন ঘন নিজের নির্বাচনী এলাকায় যেতে পারেন না সোনিয়া গান্ধি। তাই তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজস্থান ছাড়াও সোনিয়া গান্ধির কাছে বিকল্প হিসাবে হিমাচল প্রদেশ ছিল। কিন্তু তিনি হিমাচল প্রদেশের পরিবর্তে রাজস্থানকে বেছে নিয়েছেন। আজ প্রথমবারের জন্য রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার সময় রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গের উপস্থিত থাকার কথা। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। ১৫টি রাজ্যের রাজ্যসভার মোট ৫৬ জন সদস্যর কার্যকাল এপ্রিল মাসে শেষ হচ্ছে।

১৯৯৮ সালে প্রথম কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সোনিয়া গান্ধি। ২০২২ সাল পর্যন্ত দু’‌দফায় ২২ বছর কংগ্রেসের সভাপতি ছিলেন। পাঁচবার লোকসভা সাংসদ নির্বাচিত হন। ১৯৯৯ সালে উত্তর প্রদেশের আমেথি এবং কর্ণাটকের বেল্লারি থেকে নির্বাচিত হয়েছিলেন। দুটির মধ্যে আমেথিকে ধরে রেখেছিলেন। ২০০৪ সালে রাহুল গান্ধীর জন্য আমেথি ছেড়ে রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!