- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৩, ২০২৪
সারম্বরে পালিত হল জনাই ট্রেনিং হাইস্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
জনাই ট্রেনিং হাইস্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সারম্বরে অনুষ্ঠিত হল গত ২০ জানুয়ারি। “অংশগ্রহণ-ই সাফল্যের প্রথম পাঠ”, এই বিষয়টিকে সামনে রেখে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে যেমন বার্তা দেওয়া হল তেমনই এই বিষয়টিকে কেন্দ্র করেই গ্যাস বেলুন উড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশেও একই বার্তা ছড়িয়ে দেওয়া হল।
ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মীরা মিলে সুদৃশ্য মার্চপাস্ট, মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি সত্যনারায়ণ ভট্টাচার্য। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত কুমার কুন্ডু। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে ইপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ষষ্ঠী চরণ দাস, প্রাক্তন শিক্ষক উজ্জ্বল গুপ্ত, ডঃ তন্ময় কুমার ঘোষ, মৃণালকান্তি ভট্টাচার্য, চন্দ্রকান্ত হালদার প্রমুখ।
১০০ মিটার, ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, ভলিবল থ্রো, মিউজিক্যাল চেয়ারের মতো বিষয়গুলি ছিল প্রতিযোগিতার ইভেন্ট। প্রচুর ছাত্র-ছাত্রী ও দর্শক এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল নজরে পড়ার মতো।
❤ Support Us