Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • জুলাই ৫, ২০২৩

শিরোনামে আবার রাজ্যপাল- কমিশন সংঘাত। আনন্দ-বৈঠক এড়ালেন রাজীব

আরম্ভ ওয়েব ডেস্ক
শিরোনামে আবার রাজ্যপাল- কমিশন সংঘাত। আনন্দ-বৈঠক এড়ালেন রাজীব

রাজ্যপালের সঙ্গে আবারও সংঘাতে জড়ালেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। এই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সংঘাতের সম্পর্ক তৈরি হল। রাজ্যপাল ফের ডেকে পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনারকে। আর ঠিক রাজ্যপালের ডাকে সাড়া দিলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর রাজ্য নির্বাচন কমিশনারের এই আচরণের জন্য যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যপাল, রাজভবন সূত্রে এই খবর জানা গেছে। তবে আজ, বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজভবনে যান কিনা সেটাই এখন দেখার।

রাজভবন সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে পাঠিয়ে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে তিনি রাজ্যপালের ডাকে কোনও সাড়া এখনও দেননি। এর আগেও রাজ্যপালের ডাকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাড়া দেননি। তা নিয়ে রাজপাল-রাজ্যনির্বাচন কমিশনারের মধ্যে ঠান্ডা লড়াই চরমে পৌঁছেছিল। আর এবার রাজ্যপালের তলবে উপস্থিত না হওয়ায় রাজ্যপালের পক্ষ থেকে একটি সিল করা খাম রাজ্য নির্বাচন কমিশনারকে পাঠানো হয়েছে। সেখানে কী বার্তা আছে সেটা নিয়ে এখনও পর্যন্ত রাজ্যপাল বা রাজ্য নির্বাচন কমিশনার কোনও পক্ষই মুখ খোলেননি। মনে করা হচ্ছে, রাজ্যপাল রাজীব সিনহাকে ডেকে শান্তিতে পঞ্চায়েত নির্বাচন করার প্রসঙ্গেই কথা বলতেন। তবে রাজ্যপালের ডাকে রাজীব সিনহা না আসায় তিনি মুখ বন্ধ খামে শান্তিতে নির্বাচন পরিচালনা করার বার্তাই রাজীব সিনহাকে দিয়েছেন। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনারকে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে রাজভবনে এসে দেখা করার কথা।
রাজ্যপালের এই বার্তা অনুযায়ী আজ, বুধবারও রাজভবনে দেখা করতে রাজ্য নির্বাচন কমিশনার যান কি না সেটাই দেখার।

এদিকে মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির খবর এসেছে রাজভবনের পিস রুমে। মনে করা হচ্ছে এই অশান্তির খবরের জেরেই রাজ্যপাল তলব করেছেন রাজীব সিনহাকে। রাজ্যপাল রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিযোগ পাওয়া মাত্র রাজীব সিনহাকে সেই বিষয়ে ফোনে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। রাজ্যপাল অশান্তির জায়গায় নিজে পৌঁছে যাচ্ছেন। তাই মনে করা হচ্ছে শান্তিতে পঞ্চায়েত নির্বাচন করা নিয়েই আলোচনার জন্য এবং কমিশনের পরিকল্পনা বিষয়ে জানার সি ভি আনন্দ বোস রাজীব সিনহাকে ডেকেছিলেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!