Advertisement
  • দে । শ
  • জুলাই ১, ২০২২

পানিহাটির আতঙ্ক কালনায়, রথের রশিতে টান পড়তেই ভিড়ের চাপে পদপিষ্ট বহু ভক্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
পানিহাটির আতঙ্ক কালনায়, রথের রশিতে টান পড়তেই ভিড়ের চাপে পদপিষ্ট বহু ভক্ত

দু’বছর পর এবার জগন্নাথের রথযাত্রায় সমবেত হয়েছেন ভক্তরা। ফলে সব জায়গাতেই উপচে পড়েছে ভিড়। ব্যতিক্রম ছিল না কালনার রথযাত্রাও। এখানে রথযাত্রার সূচনা করেছিলেন বর্ধমানের রাজা। কালনার জগন্নাথ তলায় প্রথা মেনে এদিনও তৈরি করা হয় রথ। গত ১২ জুন পানিহাটির মহোৎসব তলা ঘাটে ঐতিহ্যবাহী চিঁড়ে দইয়ের মেলায় ভিড়ের চাপে ৩ জনের মৃত্যু হয় । মাসখানেক কাটাতে না কাটতেই এবার পূর্ব বর্ধমানের কালনায় রথযাত্রাকে কেন্দ্র করে জমায়েতে পদপিষ্ট হলেন অনেকে। আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দু’বছর পর এবার জগন্নাথের রথযাত্রায় সমবেত হয়েছেন ভক্তরা। ফলে সব জায়গাতেই উপচে পড়েছে ভিড়। ব্যতিক্রম ছিল না কালনার রথযাত্রাও। এখানে রথযাত্রার সূচনা করেছিলেন বর্ধমানের রাজা। কালনার জগন্নাথ তলায় প্রথা মেনে এদিনও তৈরি করা হয় রথ। রথের রশিতে টান পড়ার আগে অপেক্ষাকৃত অপরিসর জায়গায় চলে আসে প্রচুর মানুষ। কে আগে রশিতে টান দেবে তা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। তাতে রাস্তায় পড়ে যান অনেকে। তাদের ওপর দিয়েই রথের রশি টানতে ছোটেন অন্যান্যরা। এভাবে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, রথযাত্রা উপলক্ষে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন ছিল না জগন্নাথতলায়। ফলে ভিড়কে আটকানোর কোনও উপায় ছিল না। তার জেরেই এই দুর্ঘটনা।পানিহাটির দুর্ঘটনার পরও উঠেছিল একই অভিযোগ। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকাতেই দুর্ঘটনা বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, সেই দুর্ঘটনা থেকে কি কিছুই শেখেনি রাজ্য পুলিশ? তাহলে ৩ সপ্তাহের মধ্যে আবার একই ঘটনা কেন?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!