- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৮, ২০২৪
রাজ্যসভায় মনোনীত হলেন সাহিত্যিক, সমাজকর্মী সুধা মূর্তি
রাজ্যসভার মনোনীত সাংসদ হলেন শিক্ষাবিদ, লেখিকা সুধা মূর্তি । শুক্রবার, বিশ্ব নারী দিবসে একথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
৭৩ এর এই কন্নড় সাহিত্যিক ২০০৬ সালে পদ্মশ্রী এবং ২০২৩ সালে পদ্মভূষণ সম্মানিত হন । ২০১১ সালে তাঁর সাহিত্যকর্মের জন্য সম্মানিত হন আর কে নারায়ণ পুরস্কারে । কর্নাটকে গড়ে তুলেছেন ৬০ হাজারের বেশি গ্রন্থাগার।
১৯৫০ সালে উত্তর কর্নাটকের হাভেরি জেলার শিগ্গাঁওয়ে জন্মগ্রহণ করেন সুধা মূর্তি । বাবা আর এইচ কুলকার্নি ছিলেন চিকিৎসক বাবা আর শিক্ষিকা মায়ের জ্যেষ্ঠ কন্যা ইঞ্জিনিয়ারিংএ স্নাতক । ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির তাঁর বিয়ে হয় ১৯৭৮ সালে ।টেলকোর প্ৰথম মহিলা প্রযুক্তিবিদ হিসেবে শুরু করেন কর্মজীবন।
আন্তর্জাতিক নারী দিবসে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সনকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার পর, এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লিখেছেন, সামাজিক, মানবিক এবং শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সুধাজির অসামান্য অবদান রয়েছে । রাজ্যসভায় তাঁর উপস্থিতি নারী শক্তির প্রতি এক সাক্ষ্যবহন করবে । জাতির ভবিষ্যৎ গঠনে নারীদের শক্তি এবং দক্ষতার পরিচয়বাহক হবে তাঁর উপস্থিতি ।
প্ৰধানমন্ত্রীর টুইটের প্রতিক্রিয়ায় সুধা মুর্তি বলেন, বিশ্ব নারী দিবসে এই সম্মান আমার এক গুরুত্বপূর্ণ প্রাপ্তি, দেশের জন্য কাজ করার নতুন দায়িত্ব পেয়ে আমি খুশী।
❤ Support Us