Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৪

বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন সুজয়কৃষ্ণ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন সুজয়কৃষ্ণ

সুজয়কৃষ্ণ ভদ্রর দাবি, যে মামলায় তিনি পার্টি নয়, যে মামলায় তাঁর নাম নেই, সেই মামলার নির্দেশের জেরে কি ভাবে তাঁর কন্ঠস্বর পরীক্ষা করা যেতে পারে? এই দাবি নিয়েই বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন কালীঘাটের কাকু।
বুধবার শেষরাতে জোকা ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে ফেরার পরই এই আইনি লড়াইয়ে  সিদ্ধান্ত নেন কালীঘাটের কাকু। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন সুজয়কৃষ্ণ ভদ্র।

বৃহস্পতিবার আদালতে কালীঘাটের কাকুর আইনজীবী দাবি করোন, বুধবার যে মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, সেই মামলার পার্টিই নন তাঁর মক্কেল সুজয়কৃষ্ণ ভদ্র। এছাড়া এখনও পর্যন্ত অমৃতা সিনহার নির্দেশনামা হাতে পাননি সুজয়কৃষ্ণ ভদ্র। নির্দেশনামা হাতে না পেলে কীভাবে তা চ্যালেঞ্জ করা হবে, প্রশ্ন আইনজীবীর। তবে এখনই এই মামলা সম্পর্কে কোনও নির্দেশই দেননি বিচারপতি। পরিবর্তে কালীঘাটের কাকুর আইনজীবীকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়ে নির্দেশনামার কপির জন্য আবেদন জানানোর পরামর্শ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আচমকাই এসএসকেএম হাসপাতালে ইডির তৎপরতা শুরু হয়। হাসপাতালে এসে পৌঁছে যায় জোকা ইএসআই হাসপাতালের ৫জি অ্যাম্বুল্যান্স। দীর্ঘ ১৩৪ দিনের টানাপোড়েনের পর রাতেই সুজয়কৃষ্ণকে নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই হাসপাতালে রওনা হয় ৫জি অ্যাম্বুল্যান্স। রাত ৯টাটা ৫১ মিনিট নাগাদ কালীঘাটের কাকুকে নিয়ে ওই বিশেষ অ্যাম্বুল্যান্স পৌঁছয় ইএসআই হাসপাতাল, জোকায়। দীর্ঘ বাহানার পর ইএসআই হাসপাতালেই কণ্ঠস্বর সংগ্রহ করা হয় কালীঘাটের কাকুর। ভোররাতে ফের এসএসকেএম হাসপাতালে ফেরেন। আর তার পরই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সুজয়কৃষ্ণ ভদ্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!