Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৯, ২০২৪

অভিষেকের আবেদনে যুক্তি নেই, তাই আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেকের আবেদনে যুক্তি নেই, তাই আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেকের এই আবেদন খারিজ করলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। শীর্ষ আাদলতের অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার জানিয়ে দিলেন, অভিষেকের আবেদনটি শুনানির তালিকায় থাকবে না। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, অভিষেকের আবেদনের কোনও যুক্তি সঙ্গত কারণই নেই। তাই তা খরিজ করা হল।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতির গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে অভিষেকের আপত্তি ছিল। সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে একটি চিঠিও জমা পড়েছিল শীর্ষ আদালতে। এর মধ্যেই হাই কোর্ট থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব ও তার উৎস জানতে চান বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায়।বিচারপতির এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়। তৃণমূল মুখপাত্র কুণল ঘোষ সহ দলের একাধীক নেতানেত্রী নিন্দা করে বলেন, একজন বিচারপতি প্রকাশ্যে এমন মন্তব্যের নিন্দা করেন কি ভাবে? এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম কোর্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোট পাঁচটি আর্জি জানান। প্রথমত, ডায়মন্ড হারবারের সাংসদের অভিযোগ, বিচারপতি আদালতের ভিতরে বা বাইরে বাদী-বিবাদী পক্ষকে নিয়ে নানা মন্তব্য করে থাকেন। সেই সব মন্তব্য যাতে কোনও ভাবেই তদন্তকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে নির্দেশ দিক শীর্ষ আদালত। দ্বিতীয়ত, অভিষেক অভিযোগ করেন, রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা বিচারব্যবস্থার নীতি-আদর্শের বিরোধী। তাই শীর্ষ আদালতে সাংসদ আর্জি জানান, ওই বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। তৃতীয়ত, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড শীর্ষ আদালতে আর্জি জানিয়ে বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ তৈরি করতে নির্দেশ দেওয়া হোক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যে সব মামলা রয়েছে, তাঁর বেঞ্চ থেকে যে মামলাগুলি সরে অন্য বেঞ্চে অর্থাৎ বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে গিয়েছে, সেই সব মামলার শুনানি ওই বিশেষ বেঞ্চেই হোক। চতুর্থত, অভিষেক চান, বিচারপতি গঙ্গোপাধ্যায় যাতে কোনও বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করেন, তা নিশ্চিত করতে হাই কোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক শীর্ষ আদালত। পঞ্চমত, সমস্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট যা উচিত মনে করবে, তেমনই নির্দেশ দিক।
তবে অভিষেক শীর্ষ আাদালতের উপর তাঁর আর্জি মিমাংসার দায়িব দিলেও শীর্ষ আদালত তাঁর এই আর্জি বা আবেদনের কোনও যৌক্তিক কারণ খুঁজে না পেয়ে তা খারিজ করে দিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!