Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১১, ২০২৪

সিবিআই হেফাজতেই থাকবে সাজাহান, শীর্ষ আদালতে আর্জি খারিজ রাজ্যের

আরম্ভ ওয়েব ডেস্ক
সিবিআই হেফাজতেই থাকবে সাজাহান, শীর্ষ আদালতে আর্জি খারিজ রাজ্যের

সন্দেশখালি মামলায় হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য‌, এবার সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত । বিচারপতি বিআর গাভৈয়ের বেঞ্চ উভয় পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করেনি । তবে সেই রায়ে রাজ্য পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । পাশাপাশি কেন শাহজাহানকে গ্রেপ্তার করতে প্রায় দেড় মাস সময় লেগে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত ।

এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে মামলা লড়েন আইনজীবি মনু সিংভি। তিনি আদালতে বলেন, রাজ্যকে না জানিয়েই কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়েছিল ইডি। এরপরই ঘটনার পরম্পরায় রাজ্য পুলিশের করা দুটি মামলায়, তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল কোর্ট । সেই কারনেই শেখ শাহজাহানকে গ্রেফতারে দেরি হয়েছে বলে এদিন জানানো হয় শীর্ষ আদালতে । রাজ্য সরকারই আদালতে গিয়ে ক্ল্যারিফিকেশন চায় । পরে ৫৪ দিনের মাথায় গ্রেফতার হন শেখ শাহজাহান । এছাড়াও আরো ৬ ব্যক্তিকেও হেফাজতে নিয়েছে পুলিশ । মোট ৪২টি এফআইআর হয়েছে । শাহজাহান সহ ৭ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ।

সিবিআই-এর তরফে আইনজীবী বলেন, ওখানকার প্রভাবশালী নেতা শাহজাহান। আদালতের নির্দেশের পরে সিবিআই তদন্ত শুরু করলেও গুরুত্বপূর্ণ নথি দেওয়া হচ্ছে না । যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে শীর্ষ আদালতে দাবি করা হয়েছে রাজ্যের পক্ষে।

ইডির আর্জিতে সাড়া দিয়ে, সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । সেই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার । কিন্তু সেখানে তাদের আর্জি মান্যতা পেল না । তদন্তভার সিবিআইয়ের হাতেই রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত । সিবিআই হেফাজতেই শেখ শাহজাহানের বিচার প্রক্রিয়া চলবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!