Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২০, ২০২৪

‌চণ্ডীগড় মেয়র নির্বাচনের বাতিল ৮টি ভোট বৈধ, পুনর্গননার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌চণ্ডীগড় মেয়র নির্বাচনের বাতিল ৮টি ভোট বৈধ, পুনর্গননার নির্দেশ সুপ্রিম কোর্টের

চণ্ডীগড় মেয়র নির্বাচনে আদালতের নির্দেশে অস্বস্তিতে বিজেপি। মেয়র নির্বাচনে রিটার্নিং অফিসার যে আটটি ভোট বাতিল করেছিল সুপ্রিম কোর্ট তা বৈধ বলে ঘোষণা করেছে। পাশাপাশি মেয়র নির্বাচনে ভোটের পুনর্গণনারও নির্দেশ দিয়েছে। বাতিল হওয়া আটটি ভোটও পুনর্গননায় সময় বিবেচিত হবে। যে আটটি ভোট পড়েছিল আম আদমি পার্টির মেয়র প্রার্থী কুলদীপ সিংয়ের পক্ষে।

৩০ জানুয়ারি চণ্ডীগড়ে মেয়র নির্বাচন ছিল। মেয়র নির্বাচনে আপ ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে বিজেপি–র বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল। পুরপ্রতিনিধিদের মোট ৩৬ টি বৈধ ভোটের মধ্যে আপ ও কংগ্রেসের জোট প্রার্থী কুলদীপ সিং পান ২০টি ভোট। বিজেপির মেয়র পদপ্রার্থী মনোজ সোনকর পান ১৬টি ভোট। এরপর রিটার্নিং অফিসার অনিল মসিহা কুলদীপ সিংয়ের প্রাপ্ত ৮টি ভোট বাতিল করেন।

এরপর গননায় কারচুপির অভিযোগ নিয়ে এসে আদালতের দ্বারস্থ হয় আপ। আপের দাবি ছিল, প্রিসাইডিং অফিসার অনিল মসিহা ৮টি ব্যালট পেপারে ক্রশ চিহ্ন দিয়ে ভোট বাতিল করেছেন। সিসিটিভি ফুটেজও আদালতে জমা দেয়। এরপর সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ দেয় মঙ্গলবারই সব ব্যালট আদালতে পেশ করতে হবে। ভোট গননার ভিডিও ফুটেজও জমা দেওয়ার নির্দেশ দেয়। সব কিছু খতিয়ে দেখে পুনর্গননার নির্দেশ দিয়েছে মহামান্য আদালত।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বলেছে, ‘‌বাতিল করা ৮টি ভোট বৈধ হিসেবে ঘোষণা করছি। পাশাপাশি পুনর্গননারও নির্দেশ দিচ্ছি। ওই বাতিল ৮টি ভোট কুলদীপ সিংয়ের পক্ষে গিয়েছিল।’‌ চণ্ডীগড় পুরনিগমে বিজেপির ১৪ জন কাউন্সিলর। আপ এবং কংগ্রেসের কাউন্সিলরের সংখ্যা  যথাক্রমে ১৩ এবং ৭।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!