Advertisement
  • দে । শ
  • মার্চ ২৯, ২০২৪

প্রতি বুথে গড়তে হবে প্রতিরোধ, বসিরহাটে বার্তা শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতি বুথে গড়তে হবে প্রতিরোধ, বসিরহাটে  বার্তা শুভেন্দুর

বসিরহাট, ২৯ মার্চ— প্রতিবুথে প্রতিরোধ গড়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘‌সব বুথে ৬ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। চাইলে আরও দেওয়া হবে’‌। বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে বসিরহাট শহরে আজ মিছিল করেন শুভেন্দু। প্রশাসন সভার অনুমতি দেয়নি বলে নবারুণ সঙ্ঘের মাঠ থেকে বসিরহাট বোটঘাট পর্যন্ত ৪ কিলোমিটার পথ পদযাত্রা করেন বিরোধী দলনেতা।

মিছিলে যোগ দিতে সন্দেশখালি থেকে বহু মহিলাও এসেছিলেন। মিছিল শেষে পথ সভা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‌বুথে বুথে প্রতিরোধ গড়তে হবে। আপনাদের বসিরহাট কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’‌ তিনি বলেন, ‘‌বসিরহাট কেন্দ্রের প্রার্থী ঠিক করেছেন নরেন্দ্র মোদি নিজে। একজন দলিত, নির্যাতিতা বোনকে তিনি লোকসভায় নিয়ে যেতে চান।’‌ শুভেন্দু বলেন, বুথ বুথে প্রতিরোধ গড়ে তুলতে হবে । ভোট লুট রুখে দিতে হবে। ৬ জন কেন্দ্রীয় বাহিনী থাকবে। দরকারে আরও দেওয়া হবে। এদিন সংক্ষিপ্ত সভায় শুভেন্দু হুমকির সুরে বলেন, শেখ সাজাহানকে জেলে পুরেছি। এখনও বাকি আছে সাহানুর মন্ডল, ফারুক গাজি, আয়ুব আলি । এদেরও ব্যবস্থা করব। উল্লেখ্য, এর আগে বসিরহাটে এসে শুভেন্দু সন্দেশখালির তৃণমূল নেতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ সাজাহানের নাম করে কেন্দ্রীয় এজেন্সী দিয়ে তদন্তের কথা বলে যাওয়ার এক সপ্তাহের মধ্যে ইডি সাজাহানের বাড়িতে তদন্তে যায়। এই প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, ‘‌এটা তো আজ পরিস্কার কেন্দ্র সরকারে থেকে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। শুভেন্দু অধিকারীদের কথায় ইডি, সিবিআই চলছে।’‌ কোশিক বলেন,‘‌এসব নিয়ে আমরা বিচলিত নই। রাজনৈতিক ভাবে মোকবিলার করতে তৃণমূল প্রস্তুত।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!