- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৩, ২০২৪
ময়দানে শুভেন্দু। মহার্ঘ ভাতা-র দাবিতে কী বার্তা দিলেন বিরোধী নেতা ?
বকেয়া মহার্ঘ ভাতা-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের দীর্ঘদিন জুড়ে শহিদ মিনার ময়দানে আমরণ অনশন করছে। মঙ্গলবার সকালে অনশন মঞ্চে পৌঁছে গেলেন শুভেন্দু । আন্দোলনকারীদের পাশে বসেই রাজ্য সরকারের সমালোচনা করে বললেন, “নবান্ন অভিযান ডাকুন, আমি থাকব।আন্দোলনকারীদের কিছু হলে ছেড়ে কথা বলবো না। আগুন জ্বলবে বাংলায়।” তিনি বলেন, রাজ্য সরকারের ‘দুর্নীতি’তে এই সরকারি কর্মচারীরা প্রশ্রয় দেননি বলেই ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি বিজেপির নিঃশর্ত সমর্থন আছে।
গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, না হলে আন্দোলন চলবে।
❤ Support Us