Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৯, ২০২৩

“অবাধ নির্বাচন হলে ৩৫টি আসন রাজ্যে বিজেপি পাবে, কাঁথি লোকসভা নরেন্দ্র মোদিকে উপহার দিতে হবে”, রামনগরের জনসভা থেকে বললেন শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
“অবাধ নির্বাচন হলে ৩৫টি আসন রাজ্যে বিজেপি পাবে, কাঁথি লোকসভা নরেন্দ্র মোদিকে উপহার দিতে হবে”, রামনগরের জনসভা থেকে বললেন শুভেন্দু

“বিধানসভা থেকে পঞ্চায়েত সব ভোটে ছাপ্পা মেরে জিতেছে তৃণমূল। স্বচ্ছ ও অবাধ নির্বাচন হলে ৩৫টি আসন জিতবে বিজেপি। কাঁথি লোকসভা নরেন্দ্র মোদিকে উপহার দেব”, কাঁথি লোকসভার রামনগরের জনসভা থেকে শুক্রবার এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “করোনার মধ্যে ৮ দফায় ভোট হল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। বিজেপির কথায়, শুভেন্দুর কথায়। সবাই বেরিয়ে ভোট দিল, বিজেপির কেউ ঘর থেকে বার হতে পারল না? আমরা তো বলছি, ইন্ডিয়া জোট হবে, একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া হবে, বিজেপি পরাজিত হবে লোকসভায়। তাই ভয় পাচ্ছে শুভেন্দু। পাঁচ রাজ্যে কংগ্রেস এক লড়তে গিয়েছিল বলেই চার রাজ্য হাতছাড়া হয়েছে। ইন্ডিয়া জোট একের বিরুদ্ধে এক ফর্মুলায় বিজেপির বিরুদ্ধে লড়লে বিজেপির পরাজয় নিশ্চিত।”

রামনগরের সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “রাজস্থানের মতো বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে  লাডলি বহেন প্রকল্প চালু হবে। সাড়ে চারশো টাকায় রাজস্থানে যেমন গ্যাস দেওয়া শুরু হয়েছে বাংলায় সেটা হবে। ২ কোটি বেকারের চাকরি বাংলায় হবে, ডাবল ইঞ্জিন সরকার বাংলায় আসলেই এসব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প, কর্মসংস্থান হোক চান না। আমি যখন মমতার দলে ছিলাম তখন তিনি বলতেন, একজন স্কুল শিক্ষকের চাকরি পেলে তাঁকে কম করে ২৫ হাজার টাকা বেতন দিতে হবে। ২৪ হাজার টাকায় বড় জোর ৪টি ভোট পাওয়া যাবে। তার পরিবর্তে যদি ৫০০ টাকা করে পরিবার পিছু দেওয়া যায় তাহলে অনেক বেশি ভোট পাওয়া যাবে।”

এদিকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “শুভেন্দু সর্বৈব মিথ্যা কথা বলছেন। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক কোথাও বলেনি ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।”

শুভেন্দু অধিকারী এদিনের সভা থেকে বলেন, “আগামী ৫ জানুয়ারি নতুন ও সংশোধিত ভোটার তালিকা প্রকাশ পাবে। আমি জেলা নেতৃত্বকে বলছি, আপনারা সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর তা দেখুন। যদি দেখা যায় কোনও মৃত ব্যক্তি বা ১৮ বছরের কম বয়সীকে ভোটার করা হয়েছে, ভোটার তালিকায় নাম উঠেছে, সেটা নেতৃত্বকে জানান। মনে রাখবেন কাঁথি লোকসভা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আপনাদের উপহার দিতে হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!