Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৭, ২০২৪

রামমন্দির উদ্বোধনের দিন মমতার “সম্প্রীতি মিছিল” পিছনোর দাবিতে আদালতে শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
রামমন্দির উদ্বোধনের দিন মমতার “সম্প্রীতি মিছিল” পিছনোর দাবিতে আদালতে শুভেন্দু

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের দিনই বাংলায় “সম্প্রীতি মিছিল-এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারির ওই “সম্প্রীতি মিছিল”-এর  বিরোধিতা করে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। “সম্প্রীতি মিছিল” পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। শুধু তাই নয়, রামপুজোর দিন রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক রাখতে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জিও জানালেন শুভেন্দু। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন, যাকে ঘিরে দেশজুড়ে এখন সাজ সাজ রব। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রামমন্দির উদ্বোধনকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, এই অভিযোগ করছে বিরোধী শিবির। বিরোধীদের অভিযোগ, রামমন্দিরকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করেছে বিজেপি। অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন করে বিজেপি লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলেও অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সেই আবহেই মঙ্গলবার, রামমন্দির উদ্বোধনের দিনই বাংলায় “সম্প্রীতি মিছিল” করার কথা ঘোষণা করেন মমতা। নবান্ন থেকে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, দলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। প্রথমে নিজে কালীমন্দিরে আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষও এই সংহতি মিছিলে আসতে পারেন। প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে।”

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই “সম্প্রীতি মিছিল”কেন, প্রশ্নের জবাবে মমতা বলেন, “এটা কোনও পাল্টা মিছিল করছি না, কোনও প্রতিবাদ করছি না। আমি সাধু-সন্তদের মানি। তাঁদের কথা শুনছি। এ ব্যাপারে একটাই কথা বলতে পারি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের। আমি সর্বধর্ম সমন্বয় করছি কারণ, তার পরদিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেটাও ব্লকে ব্লকে পালিত হবে। আমি নেতাজির মূর্তির সামনে থাকব বরাবরের মতো।”
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর বুধবার সকালেই এই মিছিল ২২ জানুয়ারি যাতে না হয়, সেই আরজি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। আদালত তাঁকে মামলা দায়েরের অনুমতি দিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!