- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২০, ২০২৪
সন্দেশখালিতে শুভেন্দু। গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন বৃন্দা কারাত
সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে বাধা পুলিশের। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধানসভার বিরোধী দলনেতা। অবশেষে হাইকোর্টের অনুমতি নিয়েই তিনি সন্দেশখালি পৌঁছন। সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথাও বলেন শুভেন্দু অধিকারী। তাঁদের অভিযোগ শুনে প্রতিকারের আশ্বাসও দিয়েছেন বিজেপি–র এই নেতা।
আগেও দু’বার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারা জারি করে দু’বারই পুলিশ তাঁকে আটকে দিয়েছিল। সোমবার সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতাকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্ট। এদিন সকালেই তিনি ৬ জনকে সঙ্গে নিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা হন তিনি। ধামাখালিতে শুভেন্দু অধিকারীর পথ আটকায় পুলিশ।
এরপর আবার হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশকে শুভেন্দু বলেন, ‘এখানে ১ ঘণ্টা অপেক্ষা করব। অনুমতি না দিলে হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ হব।’ সকাল সাড়ে ১১টা নাগাদ ভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তবে তাঁর সঙ্গে কোনও বিজেপি সমর্থক বা কর্মী যেতে পারবেন না।
এরপর টোটোয় চেপে সন্দেশখালিতে পৌঁছন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁরা সন্দেশখালি পৌঁছনোর আগেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। প্রথমেই গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়ি যান শুভেন্দু অধিকারী। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। শুভেন্দু অধিকারী পৌঁছনোর আগেই বিকাশের বাড়ির বাইরে মানুষের ঢল নামে। এলাকায় ঘুরে ঘুরে গ্রামবাসীদের অভিযোগ শোনেন শুভেন্দু অধিকারী। তিনি গ্রামবাসীদের আশ্বাস দেন, ‘আপনারা সঙ্গে থাকলেই শাহজাহান ফিনিশ হয়ে যাবে। সন্দেশখালিতে শান্তি ফিরে আসবে।’
শুধু শুভেন্দু অধিকারীকেই নয়, ধামাখালিতে সিপিএম নেত্রী বৃন্দা কারাতকেও আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের বচসা হয়।পরে ৪ জনকে নিয়ে বৃন্দা কারাত সন্দেশখালিতে যান, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশ এত ক্ষমতাবান হয়েও কেন শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না?’
❤ Support Us