Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১২, ২০২২

ফের জঙ্গি গুলির নিশানায় ১৯ বছরের শ্রমিক। কাশ্মীরে বাড়ছে জঙ্গি তৎপরতা

বুধবার রাজৌরি সেনা ঘাটিতে বিচ্ছিন্নতাবাদীদের অতর্তিক হামলার ২৪ ঘন্টার মধ্যেই ফের জঙ্গি গুলির নিশানায় বিহারের পরিযায়ী শ্রমিক

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের জঙ্গি গুলির নিশানায় ১৯ বছরের শ্রমিক। কাশ্মীরে বাড়ছে জঙ্গি তৎপরতা

ফাইল চিত্র

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের সরগরম ঝিলাম উপত্যকা । বাড়ছে জঙ্গি তৎপরতা, মাথাচার দিচ্ছে সন্ত্রাস ।হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বুধবার রাজৌরি সেনা ঘাটিতে বিচ্ছিন্নতাবাদীদের অতর্তিক হামলার ২৪ ঘন্টার মধ্যেই ফের জঙ্গি গুলির নিশানায় বিহারের পরিযায়ী শ্রমিক।
বৃহস্পতিবার গভীর রাতে জম্মু এবং কাশ্মীরের বান্দিপোর এলাকায় হামলা চালায় জঙ্গি গোষ্ঠি । ঘটনায় নিহত হন পরিযায়ী শ্রমিক মহম্মদ আমরেজ । তিনি বিহারের মধুপুরা জেলার বাসিন্দা । কাশ্মীর পুলিস একটি টুইট বার্তায় জানিয়েছে, বিচ্ছন্নতাবাদীদের আক্রমণের পর গুলিবিদ্ধ অবস্থায় মহম্মদ আমরেজকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

জঙ্গি গুলিতে নিহত মহম্মদ আমরেজ

নিহতের পরিবারের তরফে, কাশ্মীরের লেফন্টানেন্ট গভর্ণর মনোজ সিনহার কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। আমরেজের ভাই জানিয়েছেন, সৎকারের জন্য তিনি তাঁর ভাইয়ের দেহ দেশের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চান।

প্রসঙ্গত, গতকালই জম্মু কাশ্মীরের রজৌরি জেলায় সেনা ছাউনিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা । আক্রমণে মারা যান চার ভারতীয় সেনা জাওয়ান । গতকাল সেনা ছাউনিতে জঙ্গি আক্রমণে নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারতীয় সেনা প্রধান মনোজ পাণ্ডে । তারপরই ফের জঙ্গিদের নিশানায় বিহারের পরিযায়ী শ্রমিক । উল্লেক্ষ, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে, একই ভাবে ভারতীয় সামরিক বাহিনীর ছাউনিতে আত্মঘাতী হামাল চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী । জম্মুর সুজওয়ানে হমাল চালিয়ে ছিল তারা । এরপর এপ্রিলেই দেশের শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল কাশ্মীরে ৩৭০ ধারার যৌক্তিকতা নিয়ে ।

বিচ্ছিন্নতাকামীদের গুলির শিকার হচ্ছেন উপত্যকার আমজনতা । গত সপ্তাহেই বিহারের আরেক পরিযায়ী শ্রমিক মহম্মদ মুমতাজ, পুলওয়ামায় নিহত হন। একই ঘটনায় আহত হয়েছিলেন আরও দুজন। স্বভাবইত প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষকে নিশানা করে কী বদলাচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের স্ট্রাটেজি ।


❤ Support Us
error: Content is protected !!