Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ২১, ২০২৫

‌যুদ্ধবিরতির দাবিতে ইজরায়েলে জনবিক্ষোভ, বিপাকে নেতানিয়াহুর সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌যুদ্ধবিরতির দাবিতে ইজরায়েলে জনবিক্ষোভ, বিপাকে নেতানিয়াহুর সরকার

বিশ্বের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের স্বপক্ষে রাস্তায় নেমেছে সাধারণ মানু্ষ। ইজরায়েলেও সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধিকিধিকি ক্ষোভের আগুন জ্বলছিল। এবার সেই আগুনে ঘৃতাহুতি পড়ল। গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির দাবিতে হাজার হাজার ইজরায়েলি নাগরিক দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছেন।

বিক্ষোভের সূত্রপাত সে দেশের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করা নিয়ে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামলার কথা অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন ইজরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার। সেই কারণে তাঁকে বরখাস্ত করেছেন দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোনেন বারকে বরখাস্ত করার জন্য একেই ক্ষিপ্ত ছিলেন দেশের জনগন। গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতি না করায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের কাছে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের হাতে ছিল পতাকা এবং গাজায় এখনও যুদ্ধে পণবন্দী মানুষদের সমর্থনে লেখা প্ল্যাকার্ড। সকলের মুখে স্লোগান, ‘এখনই জিম্মি মুক্তির চুক্তি করুন।’ তেল আবিবেও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে।

এই বিক্ষোভের ফলে ইজরায়েলের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। জেরুজালেম ও তেল আবিব থেকে পুলিশ কমপক্ষে ১২ জনকে গ্রেফতার করেছে। বিক্ষোভ কর্মসূচি যেভাবে এগোচ্ছে, আগামী দিনে আরও ভয়ঙ্কর আকার নিতে পারে। বিক্ষোভকারীদের বক্তব্য, ‘‌ইজরায়েল তুরস্ক নয়, ইজরায়েল ইরান নয়।’ বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার দেশের গণতন্ত্রকে আঘাত করেছে।

জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করছে নিরাপত্তা সংস্থা শিন বেত। সংস্থার প্রধান রোনেন বারের ওপর প্রতিহিংসামূলক ব্যবস্থা নিয়েছেন নেতানিয়াহু। এমনই মনে করছেন সে দেশের জনগন। রোনেন বারকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহুর প্রচেষ্টাকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়েছিল। তবে গাজায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে দুই মাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হয়ে ওঠে। যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্প্রতি আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইজরায়েল। এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে। গাজায় গত কয়েক দিনে হামলায় প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছেন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!