শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “এই ঘটনা কাম্য ছিল না। এখানে যে ধরনের নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সেটা সারা রাজ্য দোখেছে। এখানে যখন হোক কলরব হয়, সেই নেতৃত্ব এখন কোথায়? এদের কেউ এখন লসএঞ্জেলেসে, কেউ বেঙ্গালুরু, কেউ কাকিনারা। ওরা বলেছিল সিএসআর করবে। কত টাকা এসেছে সেই হুসেব কোথায়? যদি মফস্বল থেকে কেউ আসে। ভালো ইংরেজি বলতে না পারে। হয়তো তাঁর আমাদের দলনেত্রীর ওপর ভরসা আছে। তাঁকেই হয়রান হতে হচ্ছে। কোনও পন্থা নিয়ে আপত্তি নেই। কিন্তু স্টালিন, মাও এর নাম করে যেন খুন করা যায়। ছাত্রকে ওপর থেকে ফেলে দেওয়া যায়! এসব এখন রাজ্যের মানুষ বুঝে গেছে। এদিকে তাকানোর সময় এসেছে।”
We express our deepest condolences for the untimely demise of Swapnadeep Kundu, a first year student of Jadavpur University.
Today, our leaders @kakoligdastidar, @DrShashiPanja, @Chandrimaaitc, @basu_bratya and @sayani06 met with the grieving family and extended their heartfelt… pic.twitter.com/Lsn84SM46Y
— All India Trinamool Congress (@AITCofficial) August 16, 2023
বুধবার যাদবপুরে মৃত পড়ুযার নদিয়ার বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ৫ সদস্যের প্রতিনিধি দলে থাকছেন রাজ্যের ৩ মন্ত্রী ও ১ সাংসদ। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেবে তৃণমূল প্রতিনিধি দল।এই প্রতিনিধি দলে রয়েছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য, শিল্পমন্ত্রী শশী পাঁজা ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ।
The untimely demise of Swapnadeep Kundu, a bright first-year student of Jadavpur University has left us not only appalled but also incensed.
Tomorrow, our leaders, @kakoligdastidar, @DrShashiPanja, @Chandrimaaitc, @basu_bratya and @sayani06 will be meeting the bereaved family,…
— All India Trinamool Congress (@AITCofficial) August 15, 2023
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রর রহস্যমৃত্যুকাণ্ডে ফোন করে ইতিমধ্যেই খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মৃত ছাত্রের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল গিয়ে পাশে থাকার বার্তা দিতেই তৃণমূল নেতৃত্ব নদিয়া গেলেন। এদিন সোশাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস পোস্ট করে , “যাদবপুরের উজ্জ্বল ছাত্রের এই অকাল মৃত্যুতে আমরা শুধু আতঙ্কিত নই, ক্ষুব্ধও।”
এদিকে স্বপ্নদীপের অকাল মৃত্যুতে শোকে বিহ্বল বাবা মা। এর আগে মৃত ছাত্রের বাবা জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। উনি আমাদের সান্ত্বনা দিয়েছেন। ওঁর কথা শুনে আমার খুবই ভাল লেগেছে। উনি বলেছেন, ছেলেটাকে ফিরিয়ে তো দিতে পারব না। কিন্তু আপনারা যাতে সুবিচার পান তার ব্যবস্থা করব। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। উনি নিশ্চয়ই উপযুক্ত শাস্তি দেবেন। অন্য বাবা মায়ের কোল যেন খালি না হয়, তা নিশ্চয়ই ব্যবস্থা করবেন।’’
ঘটনার রাতে পুলিশ মেন হস্টেলে পৌঁছলে, তাদের ঢুকতে বাধা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যাদবপুরের মেন হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় আবাসিকদের একাংশই।ছাত্রের মৃত্যুর পর চারটি জিবি মিটিংয়ে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়।একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই দিনে আবাসিকদের বৈঠকে উপস্থিত ছিলেন ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী ও দুই পড়ুয়া মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত সহ আরও অনেকে। বেশ কয়েকজনের নামও উঠে এসেছে।
এদিকে তৃণমূল প্রতিনিধি দলের পক্ষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলগত ভাবে ওই মৃত পড়ুয়ার বাড়িতে আমরা যাচ্ছি। আমরা ওই পরিবারটিকে জানাতে চাই রাজ্য সরকার তাঁদের পাশে আছে।”
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34