Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৫, ২০২৪

“শেখ শাহজাহান চিকিৎসার জন্য রাজ্যের বাইরে আছে”, অখিল গিরি

আরম্ভ ওয়েব ডেস্ক
“শেখ শাহজাহান চিকিৎসার জন্য রাজ্যের বাইরে আছে”, অখিল গিরি

তৃণমূলের বেপাত্তা হয়ে যাওয়া নেতা শেখ শাহজাহান সম্পর্কে ২০ দিন পর এই প্রথম মুখ খুললেন রাজ্যের কোনও মন্ত্রী। রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “শেখ শাহজাহান চিকিৎসার জন্য রাজ্যের বাইরে কোথাও হয়তো গেছে। তাঁর শারীরিক অসুস্থতা আছে। রাজ্যে থাকলে পুলিশ তাঁকে ধরত, পুলিশ বসে নেই। পশ্চিমবঙ্গের মধ্যে নেই, থাকলে পুলিশ ধরত। কেউ দোষ করলে তাঁকে ধরা হবেই। আত্মসমর্পণ করবে কি না সেটা সে জানে, এটা আমি কেমন করে বলবো। তবে ইডির কাছে আবার সময় চাইতে পারেন শেখ শাহজাহান। ইডি অন্যদের ক্ষেত্রে সময় দেয়, তাঁকেও দেবে।”

কারা মন্ত্রীর এই বক্তব্যে নতুন জল্পনার জন্ম নিল। তাহলে কি শেখ শাহজাহান রাজ্যের বাইরে? ভিন রাজ্যে? তাহলে তিনি কোথায়? কোন রোগের চিকিৎসার জন্য তিনি রাজ্যের বাইরে? এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি অখিল গিরি, বলেছেন, “আমি জানি না।”

এদিকে অখিল গিরির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসক বিরোধীরা সমালোচনায় সরব হয়েছেন। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, “শেখ শাহজাহান সিপিএমের আমলে মাস্তান হয়েছে। তৃণমূলের আমলে পয়সা কামাতে শুরু করেছে। সে স্মাগলার। তাই রাজ্যের বাইরে, ভিন রাজ্যে না ভিন দেশে সে গিয়েছেন? একজন মন্ত্রী এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারে ভাবা যায় না।”

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, “যার জেলে থাকার কথা সে কোথায় আছে কাকতালীয় ভাবে হলেও সেই তথ্য দিচ্ছেন রাজ্যের কারা মন্ত্রী। আসলে শেখ শাহজাহান রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নিরাপদ জায়গায় আছে। আমি বিশ্বাস করি না পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারছে না। পুলিশ চাইলে ৫ মিনিটে তৃণমূলের এই পলাতক নেতাকে ধরতে পারে। তবে ধরছে না মুখ্যমন্ত্রী বলেননি তাই।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!