Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ১৮, ২০২৩

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর জনস্বার্থ মামলায় এবার যুক্ত হলেন বোস

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর জনস্বার্থ মামলায় এবার যুক্ত হলেন বোস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় যুক্ত করা হল রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোসকে। মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। ওই মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন রাজ্যপালের নিয়ন্ত্রণে। তাই এই ঘটনা তাঁরই ব্যর্থতা। হরাজ্য–রাজ্যপাল সংঘাতের মধ্যেই ছাত্র মৃত্যুর মামলায় এবার যুক্ত করা হল আচার্য সি ভি আনন্দ বোসকে।

সুদীপ রাহা আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো–সহ নানা দাবি তিনি আগেই অভিযোগ তোলেন। নানা দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এমনকী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েপ প্রশ্ন তুলেছেন তিনি। সুদীপ রাহার বক্তব্য  আচার্য হিসাবে রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী। আর ঘটনার সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। তাই মামলায় তাঁকেও যুক্ত করা হোক। র‍্যাগিং করেই ওই প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। হস্টেলের একাধিক আবাসিককে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনা নিয়ে আগে একটি জনস্বার্থ মামলা করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আর সুদীপ রাহার দায়ের করা এই মামলাটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় দ্বিতীয় জনস্বার্থ মামলা।

এই জনস্বার্থ মামলায় ইউজিসি’‌র নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় এবং হস্টেলে সিসিটিভি বসাতে হবে বলে আবেদনে উল্লেখ করেছেন এই তৃণমূল নেতা। মামলার দৃষ্টি আকর্ষণের সময়ও আচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার মামলার শুনানি হতে পারে। এই মামলায় যুক্ত করা হল রাজ্যপালকে। এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। চলতি সপ্তাহেই হাই কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গত ৯ অগস্ট মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার।

প্রসঙ্গত, এই ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকে রাজ্যপাল অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন। তিনি নিজে বিশ্ববিদ্যালয় চত্বরে বারবার গিয়েছেন। পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন। এমনকী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজভবনে ডেকে নিয়ে গিয়ে বৈঠকও করেছেন। তবে সিভি আনন্দ বোস স্বীকার করেছেন, উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের নানান সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। দ্রুত উপাচার্যের ব্যবস্থা করা হবে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!