Advertisement
  • দে । শ
  • মার্চ ২৭, ২০২৫

হুইপ জারির পরেও অধিবেশনে গরহাজির দলীয় বিধায়করা।মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরলেই, শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্তগ্রহণ

আরম্ভ ওয়েব ডেস্ক
হুইপ জারির পরেও অধিবেশনে গরহাজির দলীয় বিধায়করা।মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরলেই, শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্তগ্রহণ

তৃণমূল সূত্রে খবর, পার্টির হুইপ থাকা সত্ত্বেও, ২০ মার্চ বিধানসভার অধিবেশনে যে ৫০ জন বিধায়ক বিনা অনুমতিতে বা কারণ না দেখিয়ে অনুপস্থিত ছিলেন তাঁদের তালিকা তৈরি করা হয়েছে। দলীয় নেত্রী লন্ডন সফর থেকে ফিরলে এ নিয়ে বৈঠক ডাকবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।

বিগত কয়েকমাসে বিধানসভায় তৃণমূল বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত অধিবেশনে দলের তরফে হুইপ জারি করা হয়েছিল, যাতে তৃণমূলের সব বিধায়করা অধিবেশনের দ্বিতীয় পর্বের শেষ দিনে উপস্থিত থাকেন। কিন্তু দলের সে নির্দেশ অমান্য করে ৫০ জন বিধায়ক বিনা অনুমতিতেই অনুপস্থিত ছিলেন। তৃণমূল সূত্রে খবর, দলীয় নেত্রী লন্ডন সফর থেকে ফিরলে এ নিয়ে বৈঠক ডাকবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সেই বৈঠকে গড়হাজির বিধায়কদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জানা যাচ্ছে, বিধানসভার স্পিকার বিমল বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাতে দেখা গেছে, অনুপস্থিত বিধায়কদের মধ্যে কেবলমাত্র ১০ জন বিধায়ক, যার মধ্যে ২ জন রাজ্য মন্ত্রিসভার সদস্যও রয়েছেন, স্পিকারের অনুমতি নিয়ে যুক্তিযুক্ত কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন। তৃণমূলের তরফে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২৯ মার্চ পার্টির শৃঙ্খলা কমিটির বৈঠক হবে। কিন্তু ইদ উৎসবের কারণে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লন্ডন সফরে রয়েছেন, ২৯ তারিখে তাঁর দেশে ফেরবার কথা রয়েছে। দলীয় সূত্র অনুযায়ী, শৃঙ্খলা কমিটির পরবর্তী বৈঠক ১ এপ্রিল বা তার পরে হবার সম্ভাবনা রয়েছে। সে সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীও দেশে ফিরে আসবেন। শৃঙ্খলা কমিটির সদস্যরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর সামনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস, দলীয় বিধায়কদের ১৯ ও ২০ মার্চ, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের শেষ ২ দিন, ১৯ ও ২০ মার্চ ১০০ শতাংশ উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিল। ১৯ মার্চ প্রায় ১০০ শতাংশ বিধায়ক উপস্থিত থাকলেও, ২০ মার্চ ৫০ জনেরও বেশি বিধায়ক দলীয় হুইপ উপেক্ষা করে অনুপস্থিত ছিলেন। দলীয় নেতৃত্ব এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব হিসাবে দেখছেন। এখন দেখার বিষয়, ‘অবাধ্য’ বিধায়কদের শুধুমাত্র সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হবে, নাকি তাদের বিরুদ্ধে কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গত সপ্তাহেই বিরোধী দলনেতা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জেরে শৃঙ্খলা কমিটির মুখোমুখি হতে হয়েছিল, মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীরকে। তাঁর বিরুদ্ধে তৃণমূল কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও, তাঁকে ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!