Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১, ২০২৪

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নতুন উদ্যমে লড়াইয়ের বার্তা দিলেন মমতা-অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নতুন উদ্যমে লড়াইয়ের বার্তা দিলেন মমতা-অভিষেক

দলের প্রতিষ্ঠা দিবসে নতুন বছরের জন্য, নতুন উদ্যম, নতুন লড়াইয়ের প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পয়লা জানুয়ারির সকালে সোশাল মিডিয়ায় মমতা ও অভিষেকের ছবি ও বার্তা দেওয়া একটি পোস্ট করা হয়েছে। তাতে দলের সমস্ত নেতা, কর্মী, সমর্থকদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নতুন বছর থেকে নতুন উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন মমতা-অভিষেক। এদিন সকালেই এক্স হ্যান্ডলে এই বার্তা পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো।

দলনেত্রী এই পোস্টে লিখেছেন, ”কোনও অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।” এতেই স্পষ্ট তাঁর লড়াইয়ের মূল প্রতিপক্ষ কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের “জুলুমবাজি”। একইভাবে লডা়ইয়ের বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে সম্প্রতি তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব প্রকট হচ্ছে। উত্তর ২৪ পরগণায় অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের কোন্দল কোনও ভাবেই সমাধান করা যাচ্ছে না। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নিজে অর্জুন-সোমনাথকে নিয়ে বৈঠক করার জন্য হাজির হলেও সেই বৈঠকে দেড় ঘণ্টা পর পৌঁছন পার্থ ভৌমিক এবং বৈঠকে আসেননি স্বয়ং সোমনাথ শ্যাম। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রবীণদের বাদ দিয়ে দলে নবীনের গুরুত্ব বাড়াতে বলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বলছেম, “দলে নবীন-প্রবীণ সবাইকেই দরকার। পুরনো চাল ভাতে বাড়ে, নতুনরা সামনের দিকে এগিয়ে চলে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!