- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ৫, ২০২৪
সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে এসে রক্তাক্ত ইডি আধিকারিক। আক্রান্ত সেনা জওয়ান, সংবাদ মাধ্যম, স্বরাষ্টমন্ত্রী ও রাজ্যপালের কাছে হস্থক্ষেপের আবেদন বিরোধী দলনেতার
তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ শেখ শাজাহানের সন্দেশখালির সরবেড়িয়ার বাড়িতে রেশন দূর্নীতিকাণ্ডে ইডি তল্লাশি চালাতে এলে শাজাহান অনুগামী তৃণমূল কর্মী সমর্থকদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে রক্তাক্ত হয়ে অবশেষে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হয়। ইডি আধিকারিকদের গাড়ির কাচ অক্ষত নেই, সব ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হয়। একজন ইডি আধিকারিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তবে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Horrific. The Law & Order Situation in West Bengal is in shambles.
ED Officials & CRPF Jawans brutally attacked in Sandeshkhali; North 24 Parganas district, while conducting Raid at TMC leader Sheikh Shahjahan’s house.
I doubt that Rohingyas are present amongst the Anti National… pic.twitter.com/XHboQsBVSX— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 5, 2024
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পর তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। সন্দেশখালিতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর নৃশংস হামলা; উত্তর ২৪ পরগনা জেলা, টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময়। আমার সন্দেহ যে জাতীয়তা বিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা রয়েছে। আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহক, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে অনুরোধ করছি এই গুরুতর পরিস্থিতি বিবেচনা করে এই নৈরাজ্যকে দমন করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে। এনআইএ-র এই বিষয়টি তদন্ত করা উচিত।”
এদিন শেখ শাজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের গাড়ি ভেঙে, মাথা ফাটিয়ে দেওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা নিজেদের ভাঙা গাড়ি ফেলে অটোতে করে প্রাণ হাতে নিয়ে কলকাতার দিকে পালিয়ে যান। সেনা জওয়ানরাও তৃণমূলের আক্রমণের হাত থেকে বাঁচতে কোনওক্রমে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যান। ইডি সূত্রে খবর আাঁরা মোট ৮ জন ছিলেন। দুজনের মাথা ফাটিয়ে দোওয়া হয়।
শুক্রবার সকাল সকাল উত্তর ২৪ পরগণার দাপুটে তৃণমূল নেতা শেখ শাজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডি আধিকারিকরা হাজির হয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে তাঁরা শেখ শাজাহানকে ডাকতে থাকে, দরজা বন্ধ ছিল বলে ডাকতে হয়। এভাবে এক ঘণ্টা ডাকাডাকির পর ইডি আধিকারিকদের নির্দেশে সেনা জওয়ানরা শেখ শাজাহানের বাড়ির গেট ভাঙার কাজ শুরু করে। এই সময়ই শেখ শাজাহান অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা ইডি আধিকারিক এবং সেনা জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, বাধাদান, মারধর করা হয় ইডি আধিকারিক, দুজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং সেনা জওয়ানদের মারধর করা হয়। শাজাহান অনুগামীরা সংবাদ মাধ্যমকেও আক্রমণ করে বলে অভিযোগ। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে। অবশেষে প্রাণ ভয়ে তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা শেখ শাজাহানের অনুগামীদের হাত থেকে প্রাণ বাঁচাতে ঘাটনাস্থল থেকে পালায় ইডি ও সেনা জওয়ানরা।
এরকম ঘটনার মুখোমুখি এর আগে ইডি এবং সেনা জওয়ানরা পড়েনি বলে ইডির দাবি। প্রাণ নিয়ে ইডি আাধিকারিকরা অটোতে করে কলকাতায় পালান।
সন্দেশ খালির এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব মুখ খোলেনি। তবে বিজেপি, কংগ্রেস ও বামেরা এই ঘটনাকে আাইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি বলে সমালোচনা করেছে।
শুক্রবার সকাল থেকে কলকাতা সহ উত্তর ২৪ পরগণা মিলিয়ে মোট ১২ জায়গায় ইডির হানা শুরু হয়। এর মধ্যে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি, শ্বশুরবাড়ি, শঙ্কর আঢ্যর ভাইয়ের আইসক্রিম কারখানা, কলকাতার ইএম বাইপাসে শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বাবলু দাসের বাড়ি, বিজয়গড়, সিথিতে শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ আরও এক ব্যক্তির বাড়িতে পৌঁছে যায় ইডি। বাবলু দাস ইডির ডাকে দরজা খুলছে না বলে খবর। তবে এই ১২টি জায়গার মধ্যে কোথাও ইডি, সেনা জওয়ানদের প্রতিরোধের মুখে পড়তে হয়নি।
ইডি শেখ শাজাহানের বাড়িতে পৌঁছতেই শুক্রবার সকালো হাজারের বেশি মানুষ জড়ো হয়ে সন্দেশখালিতে শাজাহানের বাড়ির সানমে, তারা ঘিরে ফেলে শাজাহানের বাড়ি। দাবি করতে থাকেন কেন আগাম নোটিশ না দিয়ে ইডি এসেছে। এরপরই এই জনতার একটা অংশ ঝাঁপিয়ে পড়ে ইডি আধিকারিক, সেনা জওয়ান ও সংবাদ মাধ্যমের উপর। শুরু হয় মারধর, মাথা ফাটিয়ে দেওশা হয় দুই ইডি আধিকারিকের। ইডি, সেনা বাহিনী, সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙা হয়, ভাঙা হয় ক্যামেরা। এই হামলার সময় মুখে স্লোগান চলে, আয়, কে আসবি আয়, শাজাহান শেখের লোক আমরা। ভাগ এখান থেকে। এই পরিস্থিতিতে প্রাণ ভয়ে ইডি আধিকারিক, সেনা জওয়ান, সংবাদ মাধ্যম কর্মীরা পালান। ধাওয়া করার সময় তৃণমূল কর্মীদের বলতে শোনা যায়, আমরা শাজাহান শেখের লোক, বিজেপির চক্রান্তে এসব কাজ আমরা মানছি না।
এদিকে শঙ্কর আঢ্যকে ইডির তল্লাশি বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “ইডির কাজ ইডি করছে। আমি কি বলব?” তবে শেখ শাজাহানের কোনও বক্তব্য এই ঘটনায় পাওয়া যায়নি।
❤ Support Us