- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৮, ২০২৪
সংসদে দেবের শেষ ভাষণে, দিদিকে ধন্যবাদ জ্ঞাপন । রাজনীতির উর্ধ্বে উঠে ঘাটালের মানুষের সমস্যা সমাধানের আর্জি প্রধানমন্ত্রীকে
সাংসদ পদ থেকে ইস্তফা আর পরবর্তী লোকসভা নির্বাচনে আবার প্রার্থী হবেন কিনা এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে । ঠিক সেই মুহূর্তেই আবার সংসদে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব । লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সংসদের শেষ অধিবেশনে দাঁড়িয়ে তিনি বলেন, বিগত ১০ বছর ধরে তাঁকে কাজ করতে দেওয়ার সুযোগের জন্য তিনি তৃণমূল সরকারকে ধন্যবাদ ।
দেব এদিন বলেন, লোকসভায় এটাই আমার শেষ দিন,ধন্যবাদ দিদি। তিনি সাংসদ পদে থাকুন বা না থাকুন প্রধানমন্ত্রী যেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সদর্থক চিন্তাভাবনা করেন ।রাজনীতির উর্ধ্বে উঠে শাসক যেন মানুষের সমস্যার সমাধান করে । প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হন ঘাটালের বাসিন্দারা।রাজ্য সরকার নিজের টাকায় সাধ্য মতো সমস্যা সমাধানের চেষ্টা করেছে । দেব ঘাটাল মাস্টার প্ল্যান যেন দ্রুত কার্যকরী করার আর্জি রাখেন প্রধানমন্ত্রীর কাছে।
গত শনিবার রাজ্যের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন দেব । তারপরই গতকাল ‘ফিউ মোর আওয়ার্স’ – দেবের এই সোশ্যাল পোস্টকে ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি । রাজ্যের বিরোধী দলনেতা কাঁথিতে এক দলীয় বৈঠকের পর বলেছিলেন, ‘অপেক্ষা করুন, দেব সাংসদ পদ থেকে পদত্যাগ করে কিনা দেখে নিন।’ সেই আবহেই আজ সংসদে দেবের বক্তব্য এবং গতকাল ভাইরাল হওয়া ভিডিয়ো ঘিরে নীরবতা আবারও সেই প্রশ্ন উসকে দিচ্ছে । যদিও দলের অন্দরে এবং বাইরে দেব সম্পর্কে নিজের মতামত স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।মুখ্যমন্ত্রী বলেছেন, দেব ভালো ছেলে, কাজের চাপেই পদ ছেড়েছেন। দলের পক্ষ থেকেও বলা হয়েছে কাজের চাপেই পদ থেকে অব্যহতি নিয়েছেন দেব । তিনি দলের সঙ্গেই ছিলেন, থাকবেনও । আরও এক জল্পনাও শোনা যাচ্ছে, রাজ্যসভায় তাকে পাঠাতে পারে তৃণমূল।
❤ Support Us