- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২, ২০২২
এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগানে এখন রঙের খেলা।
গোটা বাগিচা জুনে রঙের মেলা। লাল, সাদা হলুদ ফুলগুলো হাওয়ায় মাথা দোলাচ্ছে অআর হাতছানি দিয়ে ডাকছে। জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিখ্যাত টিউলিপ বাগানে এখন শুধু রঙ আর রঙ।
বাগান খুলতেই দেখা গিয়েছে পর্যটকদের। জাবারওয়ান পাহাড়ের কোলে, ডাল লেকের ধারে ভরে গিয়েছে রঙবেরঙের টিউলিপে। কোথাও লাল, কোনও দিকে হলুদের সমারোহ। বলিউড ফিল্মের প্রিয় ডেস্টিনেশন এই টিউলিপ বাগানে এখন সেলফি তোলার হিড়িক। দেশ ও বিদেশের পর্যটকেরা এমন নৈস্বর্গিক দৃশ্য দেখতে হাজির।
মুহূর্তকে মুঠোফোনে বন্দি করছেন তাঁরা। থেকে থেকেই ঝলকে উঠছে ক্যামেরার ফ্ল্যাশলাইট । এটিই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় টিউলিপ বাগান।
❤ Support Us