Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৪

পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের রেল অবরোধ । রফাসূত্র খোঁজে তৃতীয় দিনে, তৃতীয়বার আলোচনায় বসছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের রেল অবরোধ । রফাসূত্র খোঁজে তৃতীয় দিনে, তৃতীয়বার আলোচনায় বসছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী

কৃষক আন্দোলনের তৃতীয় দিনেও উত্তপ্ত পাঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমান্ত এলাকা।অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার বিকেল ৫টায় চণ্ডীগড়ে তিন কেন্দ্রীয় মন্ত্রী আবারও আলোচনায় বসবেন বিক্ষুব্ধ কৃষক নেতাদের সঙ্গে ।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রী অর্জুন মুন্ডা, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই আজ বিকেল পাঁচটায়, ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা সহ কৃষকদের পুরনো দাবি নিয়ে চন্ডীগড়ে আলোচনায় বসবে । এদিকে আন্দোলনকারীর সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা শুরুর আগেই বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পাঞ্জাব জুড়ে রেল অবরোধের ডাক দিয়েছে। ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে দেশের ৩০০টি কৃষক সংগঠন।

এর আগেও কৃষকদের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিল কেন্দ্রীয় সরকার । এমাসের ৮ এবং ১২ তারিখ।তবে দুই বৈঠকই ফলপ্রসু হয়নি।

সংসদে গিয়ে নিজেদের দাবি পেশ করার পরিকল্পনা নিয়েছিল দেশের ৩০০টি কৃষক সংগঠন ।তাদের ট্রাকটর মিছিল যাতে কোনোভাবেই রাজধানীতে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে রাজধানীতে একমাস ব্যাপী ১৪৪ ধারা জারি করেছে দিল্লি প্রশাসন । পাশাপাশি অবরুদ্ধ করেছে সমস্ত সীমান্ত অঞ্চল ।পেরেকের পাটাতন, কাঁটাতার, সিমেন্টের ব্লক দিয়ে রাজধানীতে প্রবেশের পথ অবরুদ্ধ করেছে। কৃষকদের ট্রাকটর মিছিল রুখতে । এদিকে গতদুদিন ধরে নিজেদের সিদ্ধান্তে অনড় আন্দোলনরত কৃষক সংগঠন গুলি । ইতিমধ্যেই শম্ভু এবং খানাউড়ি সীমান্ত এবং হরিয়ানার ঝিন্দের সিংওয়ালা সীমান্তে তারা তাবু খাটিয়এ অপেক্ষারত । তারা হুশিয়ারি দিয়েছে, কেন্দ্রের সঙ্গে সদর্থক আলোচনা না হওয়া পর্যন্ত তারা দিল্লি প্রবেশের চেষ্টা অব্যহত রাখবে । ইতিমধ্যেই তাদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর খন্ডযুদ্ধ হয়েছে । জলকামান এবং টিয়ার গ্যাস দিয়ে আন্দোলনরত কৃষকদের আটকানোর চেষ্টা করছে পুলিশ । দিল্লি-হরিয়ানা সীমান্ত জুড়ে চলছে ড্রোন নজরদারি ।

এরমধ্যেই ভারতী কিষাণ ইউনিয়ন এবং বিকেইউ পাঞ্জাবে আজ রেল রোকো কর্মসূচীর ডাক দিয়েছে।দিল্লি প্রবেশে কৃষক মিছিলকে প্রতিহত করতে হরিয়ান ও দিল্লি পুলিশের টিয়ার গ্যাস এবং জলকামান দাগার প্রতিবাদেই তাদের এই কর্মসূচী । পাশাপাশি বিভিন্ন টোলপ্লাজা ঘিরেও তারা প্রতিবাদ আন্দোলন চালাবে বলে জানিয়েছেন।

এদিকে সীমান্তে  কৃষকদের অবস্থানে বিপর্যস্ত হয়েছে দিল্লির ট্রাফিক ব্যবস্থা । ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিবিএসসির দশম শ্রেণীর পরীক্ষা। এই অবস্থায় পরীক্ষার্থীরা নির্বিঘ্নে, সময়মতো পরীক্ষা হলে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে  উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্কুল শিক্ষা দফতর। পরীক্ষার দিন  ছাত্রছাত্রীদের তাড়তাড়ি বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ এবং সীমান্ত অঞ্চলের যানজট কাটাতে পরীক্ষার্থীদের মেট্রো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের তরফে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!