- দে । শ
- ফেব্রুয়ারি ২৯, ২০২৪
৬ বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড করল তৃণমূল
শাহজাহানকে সাসপেন্ড করার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও দলীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। বিরোধীরা অবশ্য শাহজাহানের এই সাসপেনশনকে লোক দেখানো বলে অভিহিত করেছে।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে সাসপেনশনের কথা ঘোষণা করেন ডেরেন ও’ব্রায়েন। তিনি বলেন, “অন্য দল যেটা করে, তৃণমূল কংগ্রেস সেটা করে না। দলের কোনও নেতা দোষ করলে তাঁকে শাস্তি দিতে পিছপা হয় না। শুধু শাহজাহান শেখ নয়, এর আগেও একাধিক নেতা মন্ত্রীকেও পদ থেকে সরিয়েছে তৃণমূল কংগ্রেস।”
বিরোধীরা শাহজাহানকে সাসপেন্ড করার বিষয়টি লোক দেখানো বলে দাবি করেছে। এতদিন ধরে স্থানীয় বাসিন্দারা বারবার শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কেন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের বক্তব্য, শাহজাহান গ্রেপ্তারের পরই দায় ঝেড়ে ফেলতেই সাসপেন্ড করার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”><a href=”https://twitter.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw”>#WATCH</a> | TMC leader Derek O'Brien in Kolkata announces, "TMC has decided to suspend Sheikh Shahjahan from the party for six years." <a href=”https://t.co/AYq3wtktBR”>pic.twitter.com/AYq3wtktBR</a></p>— ANI (@ANI) <a href=”https://twitter.com/ANI/status/1763138211092541701?ref_src=twsrc%5Etfw”>February 29, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
কিছুদিনে আগেই রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালিতে গিয়ে দাবি করেছিলেন, শাহজাহান নির্দোষ। তাঁর বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অথচ ইডি আদালতকে জানিয়েছিল, শাহজাহানের বিরুদ্ধে ৪২টি এফআইআর রয়েছে। রাজ্যের মন্ত্রীঘনিষ্ঠ এই তৃণমূল নেতা সন্দেশখালিতে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেরিয়েছেন। আদালতের নির্দেশে পুলিশ বুধবার মধ্যরাতে গ্রেপ্তার করে শাহজাহানকে। তারপরে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তাঁকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করে তৃণমূল।
❤ Support Us