- এই মুহূর্তে দিন-দুনিয়া প্রচ্ছদ রচনা
- আগস্ট ২৩, ২০২২
মার্কিন আদালতের নামে মামলা ঠুকে আবার বিতর্কের শীর্ষে ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকার বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকে বিশ্বের নজর কারলেন ট্রাম্প।

চিত্র সংগৃহীত
ক্ষমাতায় নেই, তবু বিতর্ক ছাড়ছে না ভূতপুর্ব মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পকে। কখনও নিজে বিতর্ক তৈরি করছেন। কখনও বা প্রসাশনিক পদ্ধক্ষেপ তাঁকে বিতর্কে জরিয়ে দিয়েছে। এবার আমেরিকার বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকে বিশ্বের নজর কারলেন ট্রাম্প।
৮ আগস্ট তাঁর বাড়ি থেকে এফ.বি.আই গোপনীয় বহু নথিপত্র জব্দ করেছে। এতেই চটে গেলেন প্রাক্তন প্রেসিডেন্ট এবং বিচারভিগারে বিরুদ্ধে মামলা করে বলেছেন, আটক নথিপত্রের ভিত্তিতে যে তদন্ত চলছে তা বন্ধ করা হক। আদালতকে ট্রাম্পের আইনজীবিরা অনুরোধ করেছেন একজন নিরপেক্ষ আইনজীবি তত্তাবোধনে আটক নথিপত্র যাচাই করার সময় দেওয়া হক।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় নথিপত্র সংরক্ষণের ব্যবস্থা না করে নিজের বাড়িতেই রেখে দিয়েছিলেন। মার্কিন বিচার বিভাগ বিবৃতি দিয়ে বলেছে, ট্রাম্পের মামলা সম্পর্কে আইনজীবিরা অবগত। এই বিষয় আদালতে তথ্য পেশ করা হবে।
ট্রাম্পের আইনজীবিদের বক্তব্য, সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ট্রাম্পের বাড়িতে গোয়েন্দারা তল্লাশি করেছেন এবং নথিপত্র নিয়ে এসেছেন। ট্রাম্প অত্যন্ত বিত্তবান। তাঁর ব্যাপক সম্পত্তি ছড়িয়ে আছে। অর্থের জোরে রাজনীতি করেছেন, প্রেসিডেন্ট হয়েছেন। আবার রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে ছুটতে পারেন বলে অনুমান কয়া হচ্ছে। জনপ্রিয়তায় ট্রাম্প বাইডিনের চেয়ে অনেক এগিয়ে। কীভাবে জনচিত্ত স্পর্ষ করে সর্বপ্রিয় হয়ে ওঠা সম্ভব, সে কৌশল তাঁর নখদর্পনে। আদালতের বিরুদ্ধে মামলা ট্রাম্পকে আবার বিতর্কের ভিতরে নিয়ে এল। মামলার রায়ের দিকে তাঁকিয়ে থাকব গোটা বিশ্ব।
❤ Support Us