Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ২৪, ২০২৫

এরদোগানের পদত্যাগ চেয়ে বিক্ষোভে উত্তাল তুরস্কের রাজপথ। সাংবাদিক সহ বহু ব্যক্তির স্যোশাল মিডিয়া ব্লক করার সরকারি নির্দেশ, উষ্মা ‘এক্স’-এর

আরম্ভ ওয়েব ডেস্ক
এরদোগানের পদত্যাগ চেয়ে বিক্ষোভে উত্তাল তুরস্কের রাজপথ। সাংবাদিক সহ বহু ব্যক্তির স্যোশাল মিডিয়া ব্লক করার সরকারি নির্দেশ, উষ্মা ‘এক্স’-এর

তুরস্কের একটি আদালত ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামুগলুকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। জনপ্রিয় নেতার গ্রেফতারির বিরুদ্ধে উত্তাল তুরস্কের রাজপথ। অবিলম্বে এমামুগলুকে মুক্তি ও এরদোগানের পদত্যাগ চেয়ে হাজার হাজার মানুষ গণবিক্ষোভে সামিল হয়েছেন । পুলিশের সঙ্গে একাধিক জায়গায় খণ্ডযুদ্ধ বেঁধেছে, চলেছে জলকামান, টিয়ার-শেল রাবারবুলেট।

কয়েকদিন আগে, দুর্নীতি ও নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ রাখবার অভিযোগে ইস্তাম্বুলের মেয়রকে আটক করে তুরস্কের পুলিশ। আগামী নির্বাচনে সে দেশের প্রেসিডেন্ট এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি। আটক হওয়ার দিনেই প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে তাঁর দলীয় মনোনয়ন পাওয়ার কথা ছিল। এই আটকের বিরুদ্ধে নাগরিক সমাজের বিক্ষোভ চলছিল। রবিবার তাঁকে করাগারে পাঠিয়েছে তুরস্কের এক আদালত। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এরপরই আগুনে ঘৃতাহুতি পড়েছে। দেশজুড়ে শুরু হয়েছে চরম বিক্ষোভ। কাতারে কাতারে মানুষ নেমে এসেছেন রাস্তায়। তাদের মতে, এটি একটি রাজনৈতিক ও অগণতান্ত্রিক পদক্ষেপ। অবিলম্বে একরাম এমামুগলুকে মুক্তি ও এরদোগানের পদত্যাগ চেয়ে সহিংস গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে আমজনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিভিন্ন জায়গায়। ৩০০-এর বেশি বিক্ষোভকারীরে পুলিশ আটক করেছে। মিছিল ভাঙতে চলেছে রাবার বুলেট, টিয়ার গ্যাস।শুক্রবার রাতে এক ভাষণে এরদোয়ান বিক্ষোভের সমালোচনা করে বলেন, ‘সরকার কোনো ধরনের সন্ত্রাস বা সহিংসতার কাছে আত্মসমর্পণ করবে না। জনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা বরদাস্ত করা হবে না।’

একরাম ছাড়াও আরো ১০০ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। যাদের মধ্যে রাজনীতিবিদ, সাংবাদিক আর ব্যবসায়ীরা রয়েছেন। তবে ইমামোগলু তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।সংবাদ সংস্থা সূত্রে খবর, পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তাঁকে গ্রেফাতারি আন্তর্জাতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি দেশের অর্থনীতি ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাও কমে যাবে বলে তিনি মনে করেন। জেলের পথে যেতে যেতে ইমামুগলু বলেন, ‘আমি গণতন্ত্র এবং জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আমি নিশ্চিত, শেষ পর্যন্ত সত্যের জয় হবে।’ তাঁকে তুরস্কের সিলিভ্রি কারাগারে পাঠানো হয়েছে। সেদের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তিনি ইস্তাম্বুলের মেয়র পদ থেকেও বরখাস্ত হয়েছেন।

শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইমামোগলু, তুরস্কের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা। তার পাশাপাশি আরও শতাধিক রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার রাতে গ্রেফতারির প্রতিবাদে তুরস্কে বিগত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখা গেছে। ২০১৩ সালের গেজি পার্ক আন্দোলনের পর তুরস্কের বৃহত্তম গণবিক্ষোভ হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে। এএফপি জানিয়েছে, দেশের ৮১টি প্রদেশের মধ্যে অন্তত ৫৫টি প্রদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ইস্তাম্বুল সিটি হলের সামনে লাগাতার বিক্ষোভ কর্মসূচীতে হাজার হাজার মানুষ জড়ো হয়। তাঁরা তুরস্কের জাতীয় পতাকা হাতে নিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘাত বাঁধে।

ইমামুগলুর বিরুদ্ধে ওঠা অভিযোগ সংক্রান্ত মামলা যেহেতু বিচারাধীন, তাই গ্রেফতারির পরেও তিনি নির্বাচনে অংশগ্রহনে করতে পারবেন ।ইতিমধ্যেই তাঁর গ্রেফতারির বিরোধিতা করে হয়েছে গণভোট । এপ্রসঙ্গে তুরস্কের প্রাক্তন মেয়রের স্ত্রী দিলেক কায়া এক্স-হ্যান্ডেলে ভোট দেওয়ার ছবি শেয়ার করে দেশের জনগণকে ‘গণতন্ত্র, ন্যায়বিচার আর ভবিষ্যতের জন্য’ – ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, ‘আমার স্বামীর সঙ্গে যা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে, গণতন্ত্রের উপর এ ঘটনা আঘাত হেনেছে।’  রিপাবলিকান পিপলস পার্টি দলের মুখপাত্র মুরাত অনগুন একটি পোস্ট করে দাবি করেন, ‘এক ভিত্তিহীন অভিযোগে আটক করা হয়েছে আমাদের, যার পক্ষে কোনো প্রমাণ নেই।’ তিনি জনগণকে দেশজুড়ে বিক্ষোভে যোগ দিতে ও নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এরদোগান প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হিসেবে ২২ বছর ধরে তুরস্কের ক্ষমতায় রয়েছেন। সে দেশের সংবিধান অনুযায়ী এরদোগান ২০২৮ সালের নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে সংবিধান পরিবর্তিত হলে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে, তুরস্কের ন্যায়বিচার মন্ত্রক এই ধারাবাহিক গ্রেফতারির পিছনে এরদোগানের রাজনৈতিক যোগসাজশের অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, রবিবার এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স দফতর জানিয়েছে, তুরস্কের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার ৭০০-এরও বেশি অ্যাকাউন্ট ব্লক করার আদেশ দিয়েছে। এদের মধ্যে তুরস্কের রাজনৈতিক ব্যক্তিত্ব আর সাংবাদিকদের অ্যাকাউন্টও রয়েছে। তাঁরা এ নির্দেশ মানছেন না। এক্স-এর তরফে জানানো হয়েছে,’ এই আদেশ কেবল বেআইনি নয়, তুরস্কের লক্ষ লক্ষ মানুষের কণ্ঠরোধ করবার চেষ্টা।’


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!