- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩, ২০২৪
ইরানে জোড়া বিস্ফোরণে নিহত শতাধিক। আহত ১৭০।হামাস যোগ থেকে চোখ ঘোরাতেই সন্ত্রাসীদের পাল্টা ছক, বলল পেন্টাগন
নতুন বছরের তৃতীয় দিনেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান । ঘটনায় নিহত এখনো পর্যন্ত ১০৩ , আহত ১৪৪ ।
২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছিলেন সে দেশের প্রাক্তন সেনা কামান্ডার কাসেম সোলেমানি । তাঁরই মৃত্যুবার্ষিকী উদযাপনে ইরানের কেরমান শহরে একত্রিত হয়েছিলেন অনুরাগীরা । স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিহত সেনা কমান্ডারের সমাধিস্থলে কাছেই প্ৰথম শক্তিশালী বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণের মধ্যেই জমায়েতের অনতি দূরে হয় দ্বিতীয় বিস্ফোরণ।
ইরান সরকারের পক্ষে দাবি করা হয়েছে, ঘটনাটির পেছনে বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ যোগ রয়েছে । যদিও এখনো পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোন বিচ্ছিন্নতাবাদী সংগঠন ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দুর্ঘটনার ফুটেজ দেখা গেছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছুটতে থাকে সাধারণ মানুষ ।
প্রসঙ্গত চারবছর আগে বাগদাদে সফররত, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের নির্দেশেই, সোলেমানি সেনার ওপর অতর্কিত হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী । সেই হামলাতেই প্রাণ হারান ইরানের প্রাক্তন কুর্দ কমান্ডার। মার্কিন প্রতিরক্ষা দফতরের অভিযোগ ছিল, সরকারি নির্দেশেই দেশের বাইরে গেরিলা যুদ্ধ চালাতেন কাসেম সোলেমানি । তাঁর হাতে প্রাণ হারিয়েছে বহু সামরিক, অসামরিক মার্কিন নাগরিক ।
ইরানের ছায়া কমান্ডার হিসেবে খ্যাত, সোলেইমানি ইরানের গুপ্ত বাহিনীর দায়িত্ব নেন ১৯৯৮ সালে । সিরিয়া ও ইরাকে তাঁর মদতেই হামলা চালিয়ে ছিল ইরান, পেন্টাগনের তরফে এমনটাই অভিযোগ ।
পশ্চিম এশিয়া ভূখন্ড গত ৭ অক্টোবর থেকে অশান্ত । গাজা-ইসরায়েলের যুদ্ধের মাঝেই ইরানে জোড়া বিস্ফোরণকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল । অনেকের আশঙ্কা যুদ্ধ বাঁক নিতে পারে ভিন্ন্ দিকে। যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বাইডেন প্রশাসন । তাদের বক্তব্য, গাজায় হামাসের ডেরায় ইজরায়েলি হামলার প্রত্যুত্তরেই বিচ্ছিন্নতাবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে । গাজায় হামাসকে অস্ত্র ও অর্থ মদত দিচ্ছে ইরান, দীর্ঘ দিন ধরেই এই অভিযোগ মার্কিন প্রশাসনের। কয়েক সপ্তাহ আগেই সন্ত্রাসী গোষ্ঠী কাতাইব হিজবুল্লা, ইরাকে মার্কিন সেনা ছাউনিতে হামলা চালায় । সেখানেও ইব্রাহিম রাইসির অদৃশ্য হাত রয়েছে বলে মনে করে পেন্টাগন।
প্রসঙ্গত গত সপ্তাহে, লোহিত সাগরে, আন্তর্জাতিক জল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথে লুঠপাঠ ও সন্ত্রাসী হামলার অভিযোগে হাউতি গোষ্ঠীর তিনটি নৌযানকে গুলি করে ডুবিয়ে দেয় মার্কিন সামরিক হেলিকপ্টার।ইরানের জোড়া বিস্ফোরণের পেছনে হাউতি গোষ্ঠীরও হাত থাকতে পারে বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র।
❤ Support Us